Wednesday, December 3, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদইরানি থানার হাতে আটক এক মহিলা সহ তিন নেশা কারবারি

ইরানি থানার হাতে আটক এক মহিলা সহ তিন নেশা কারবারি

ঘটনার বিবরণে জানা যায় গতকাল শনিবার সন্ধায় ইরানি থানার নিকট খবর আসে কৈলাসহর থেকে একটি ইলেকট্রনিক চার্জার অটো গাড়ি করে তিনজন নেশা কারবারি নেশা সামগ্রী সহ রাঙ্গাউটির দিকে আসছে,এই খবরের ভিত্তিতে ইরানি থানার এস আই রোলিয়ানা দারলং বিশাল পুলিশ বাহিনী নিয়ে টিলাবাজারের উওর দিকের রাস্তায় দাঁড়িয়ে তল্লাসি শুরু করেন, পুলিশের দূরদর্শীতায় শেষ পর্যন্ত সেই ই -রিক্সাটি পুলিশের জালে চলে আসে, তল্লাসি চালিয়ে গাড়িতে থাকা তিনজনের কাছে থেকে ব্রাউন সুগার ও ব্রাউন সুগারের কিছু খালি কৌটা উদ্ধার করা হয়, সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হন ইরানি থানার ভারপ্রাপ্ত অসি শ্রীকান্ত চক্রবর্তী, পুলিশ তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়, অতঃপর তাদের বিরুদ্ধে এন ডিপি এস ধারায় একটি মামলা রেজিস্ট্রি করা হয়, মামলাটির নাম্বার ইরানি পি এস কেইস নাম্বার ৫৭/২০২৫, ধৃত তিনজনের কাছ থেকে পয়েন্ট চার গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয় বলে জানিয়েছেন থানার সেকেন্ড অসি, ধৃতদের নাম যথাক্রমে, শৈলেন্দ্র দে, দেবদাস দে ও স্বপ্না দে, প্রত্যেকের বাড়ি কৈলাসহর মহকুমার লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েতে,আজ তাদের কৈলাসহর মাননীয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করা হবে বলে জানান থানার সেকেন্ড ওসি শ্রী কান্ত চক্রবর্তী। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 × one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য