Wednesday, December 3, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদবিশালগড় থানা ওসির নেতৃত্ব নেশা বিরোধী অভিযান

বিশালগড় থানা ওসির নেতৃত্ব নেশা বিরোধী অভিযান

বিশালগড় প্রতিনিধি,শাহিনুর চৌধুরী। ২৯শে নভেম্বর।গোঁপন খবরে ভিত্তিতে, শনিবার সকাল ১০ ঘটিকায় থেকে দুপুর ৩ ঘটিকায় পর্যন্ত বিশালগড় মহকুমা অন্তগর্ত গজারিয়া,চেলিখালা,পুরানবাড়ী রামছড়া এলাকার বিভিন্ন জায়গা ৩০টি প্লেটে ৭০ হাজার অবৈধ গাঁজা গাছ। বিশালগড় থানার ওসি বিজয় দাসের নেতৃত্বে, পুলিশ, টি এস আর,সীমান্ত রক্ষী বি এস এফের যৌথ অভিযানে ধ্বংশ করা হয়।আজকে অভিযানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিশালগড় থানার ওসি বিজয় দাস বলেন, নেশা মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আগামীদিনে নেশা অভিযান চলবে বলে জানান।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

10 − eight =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য