Wednesday, December 3, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদগত কয়েক মাস ধরে দ্বারিয়ে থাকা দুটি মারুতি গারিতে হঠাৎ করে আগুন...

গত কয়েক মাস ধরে দ্বারিয়ে থাকা দুটি মারুতি গারিতে হঠাৎ করে আগুন লেগে ছাই ঘটনা খোয়াই সুনাতলা বাজারে।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২৮শে নভেম্বর…..গত কয়েক মাস ধরে দ্বারিয়ে থাকা দুটি মারুতি গারিতে হঠাৎ করে আগুন লেগে একটি গাড়ি পুরে ছাই। শুক্রবার সকাল আটটা নাগাদ খোয়াই এর সোনাতলা বাজার এলাকার বাসিন্দা বাবুল দাসের দুইটি গাড়িতে আগুন লাগে। এর মধ্যে গত তিন মাস ধরে বসে থাকা পেট্রোল চালিত একটি ইকো গাড়িতে আচমকাই আগুন লেগে যায়। যে গাড়িটির নাম্বার টি আর ০৬ ২৭১১। এই ইকো গাড়িটি একেবারে পুরে ছাই। পাশাপাশি থাকা অপর গাড়িটি টি আর ০১ এক্স ০৪৪৪ মারুতি এষট্রো গাড়িট অল্পবিস্তর পুরে যায়। ঘটনার বিবরণ দিতে গিয়ে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা এবং দমকল দফতরের কর্মীরা জানান কিভাবে আগুন লেগেছে এই বিষয়ে কেহই অবগত নয় । পথচারীরা আচমকাই এই ইকো গাড়িটিতে আগুন দেখে। এরপর প্রত্যক্ষ দশিরা সঙ্গে সঙ্গে দমকল বিভাগে খবর পাঠালে দপ্তরের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন ও ইকো গাড়িটি একেবারে পুরে ছাই হয়ে যায়। তবে কিভাবে এই আগুনের উৎপত্তি এখনো বিষয়টি পরিষ্কার নয় । এবং গাড়ির মালিক এই বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন।কারন এই দিন সকালে তারা কোন বিয়ের আশির্বাদ অনুষ্ঠানে যাবার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তখনই এলাকা বাসিরা এসে তাদেরকে খবর দেন যে তাদের গাড়িতে আগুন লাগাছে। এই বিষয়ে গাড়ির মালিক ও হতভম্ব।তবে পুলিশ ঘটনার তদন্ত করছে বলে জানা যায়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four × 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য