Wednesday, December 3, 2025
বাড়িখবররাজ্যচলতি অর্থবছরে পশ্চিম ত্রিপুরা জেলার ১৩টি বিদ্যালয়ে ওয়াটার পিউরিফায়ার

চলতি অর্থবছরে পশ্চিম ত্রিপুরা জেলার ১৩টি বিদ্যালয়ে ওয়াটার পিউরিফায়ার

চলতি অর্থবছরে পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদ জেলার বিভিন্ন ব্লকের ১৩টি বিদ্যালয়ে বিশুদ্ধ পানীয় জল সরবরাহের লক্ষ্যে আর.ও ওয়াটার পিউরিফায়ার মেশিন বসানোর সিদ্ধান্ত নিয়েছে। এই মেশিনগুলিতে একই সাথে ঠান্ডা-গরম ও স্বাভাবিক জল পাওয়ার সুবিধা থাকবে। এই কর্মসূচি বাস্তবায়ণে জিলা পরিষদের পঞ্চদশ অর্থ কমিশনের টাইড ফান্ড থেকে ১৯ লক্ষ ৯৫ হাজার টাকা ব্যয় করা হবে।

যেসব বিদ্যালয়ে এই মেশিনগুলি বসানো হবে সেইসব বিদ্যালয়গুলি হল ডুকলি ব্লকের বেলাবর এইচ এস স্কুল, আইসি নগর এইচ এস স্কুল এবং আনন্দনগর এইচ এস স্কুল, পুরাতন আগরতলা ব্লকের দুর্গাচৌধুরী পাড়া হেমন্ত স্মৃতি বিদ্যালয় ও পুরাতন আগরতলা মহাবিদ্যালয়ে, মোহনপুর ব্লকের তারাপুর এইচ এস স্কুল ও কলাগাছিয়া এইচ এস স্কুল, বামুটিয়া ব্লকের নতুননগর গার্লস হোস্টেল, নরসিংগড় জুবেনাইল হোম ও দুর্গাংগি আয়ুষ্মান আরোগ্য মন্দির, জিরানীয়া ব্লকের নেতাজী প্রগ্রেসিভ ইংলিশ মিডিয়াম স্কুল, মধ্য দেবেন্দ্রনগর কুমার বাড়ী হাইস্কুল এবং ব্রজনগর ইংলিশ মিডিয়াম হাইস্কুলে। পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদ থেকে এ সংবাদ জানানো হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

5 × five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য