প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ প্রকল্পের আওতায় তেলিয়ামুড়া বিদ্যালয়ের পরিদর্শকের অধীন বিদ্যালয়গুলির মধ্যে আজ ব্লকভিত্তিক রন্ধন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তেলিয়ামুড়া বিদ্যালয় পরিদর্শক কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানের উদ্বোধন করেন তেলিয়ামুড়া পুরপরিষদের কাউন্সিলার বরুনা ঋষি দাস। বিদ্যালয় পরিদর্শক বিশ্বজিৎ দেববর্মা, উপ-বিদ্যালয় পরিদর্শক রাজেশ সাহা, বিশিষ্ট সাহিত্যিক নাট্যকার প্রাক্তন প্রধান শিক্ষক মনোরঞ্জন গোপ প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় বিভিন্ন বিদ্যালয়ের মিড ডে মিলের কুকরা অংশগ্রহণ করেন। প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীদের ছাড়াও যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তাদের সকলের হাতে পুরস্কার এবং সার্টিফিকেট তুলে দেন উপস্থিত অতিথিগণ।



