বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত কংগ্রেস ভবন পরিদর্শনে যান কৈলাসহরের বিধায়ক ও প্রদেশ কংগ্রেস নেতা বিরজিৎ সিনহা। তাঁর সঙ্গে ছিলেন জেলা কংগ্রেস সভাপতি মোঃ বাদরুজ জামানসহ দলের শীর্ষ নেতৃত্ব। পরিদর্শনের পর প্রতিনিধিদল উত্তর জেলার পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে সেখানে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ, কার্যালয়ের ভেতরে উপস্থিত কিছু দুষ্কৃতকারী কংগ্রেস কর্মীদের ওপর ফের হামলার চেষ্টা এই ঘটনাই প্রমানিত হয় যে রাজ্যে আইনশৃঙ্খলা বলে কিছু নেই , আজ প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে এমনটাই মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী ।
এছাড়া এদিন তিনি আরও বলেন যে , মুখ্যমন্ত্রী ও ঊর্ধ্বতন পুলিশ কর্তাদের ‘জিরো টলারেন্স’ বা ‘কাউকে ছাড়া হবে না’ এ ধরনের বক্তব্য এখন রাজ্যবাসীর কাছে হাস্যকর । বর্তমান পরিস্থিতিতে শিশু, কন্যাশিশু, নারী, তরুণ-তরুণীদের নিরাপত্তা মারাত্মকভাবে হুমকির মুখে। তার পাশাপাশি শাসক দলের গুণ্ডাবাহিনীরা কংগ্রেস কর্মীদের উপর আক্রমণ চালিয়ে যাওয়ার সত্বেও প্রশাসন নিরব ভুমিকা পালন করে চলেছে । এক কথায় বিজেপি সরকারের দ্বারা সংবিধান আক্রান্ত হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।



