ত্রিপুরা রাজ্যে এখনো এসআইআর ঘোষণা করেনি নির্বাচন কমিশন। তথাপি গ্রামেগঞ্জে বিভিন্ন জায়গায় নাকি বি এল এবং বিজেপি কর্মীরা বাঙ্গালীদের বিভিন্ন কাগজপত্র দেখানোর নামে হয়রানি করে চলেছে। এরকমই অভিযোগ তৃণমূল কংগ্রেসের। বিরোধী রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের নাকি বাংলাদেশি ও রোহিঙ্গা তকমা দেওয়া হচ্ছে বলে আজ অভিযোগ করেন যুব তৃণমূল কংগ্রেস সভাপতি সান্তনু সাহা। রাজ্যবাসীকে এস আই আর এর নামে হয়রানি করার প্রতিবাদে আজ সার্কিট হাউস গান্ধী মূর্তির পাদদেশে ২ ঘন্টার গণ অবস্থান কর্মসূচি হাতে নিয়েছিল তৃণমূল কংগ্রেস। জানানো হয়েছিল রাজ্য পুলিশকেও কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোন ধরনের উত্তর তাদেরকে দেওয়া হয়নি। আজ তারা বিবেকানন্দ ময়দানের সামনে থেকে একটি মিছিল করে সার্কিট হাউস গান্ধী মূর্তির পাদদেশে যাওয়ার পথে তাদেরকে আটকে দেয় পুলিশ। প্রতিবাদে রাস্তায় বসে যায় তারা। এবং একজন ভারতীয় নাগরিকেও এস আই এর নামে হয়রানি তথা ভোটার লিস্ট থেকে নাম কাটতে দেওয়া হবে না বলে হুমকি দেয় তারা।



