ডায়াবেটিস রোগ নির্ধারণের জন্য রবিবার এক রক্ত পরীক্ষার শিবির আয়োজন করা হয় রাজধানীর হারাধন সংঘ সংলগ্ন পার্কে। হারাধন সংঘ এবং হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরার যৌথ উদ্যোগে স্বাস্হ্য শিবিরের আয়োজন করা হয়। এতে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর ।এদিন বিনামূল্যে ব্লাড সুগার টেস্টের শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডাক্তার প্রদীপ ভৌমিক সহ হারাধন সংঘের কর্মকর্তাগণ। এই অনুষ্ঠান প্রসঙ্গে অধ্যাপক ডাক্তার প্রদীপ ভৌমিক বলেন ,ডায়াবেটিসের কোন প্রাথমিক লক্ষণ নেই ।রক্ত পরীক্ষা-ই এর একমাত্র রোগ সনাক্তকরণের উপায়। তিনি বলেন, ডায়াবেটিস এমন একটি রোগ যা শরীরের চুল থেকে শুরু করে নখ পর্যন্ত সব অঙ্গ-প্রত্যঙ্গের ক্ষতিসাধন করে ।এই কারণে এই রোগ শনাক্তকরণের লক্ষেই এই শিবিরের আয়োজন করা হয়েছে।এদিন এই স্বাস্থ্য শিবিরে সংশ্লিষ্ট এলাকার প্রায় ২০০ জন মানুষ বিনামূল্যে ব্লাড সুগার টেস্ট করার সুযোগ গ্রহণ করেছেন।



