রবিবার এনসিসি এলামনি এসোসিয়েশন ও 13th ত্রিপুরা এনসিসি ব্যাটেলিয়ান যৌথ উদ্যোগে সাইক্লোথন এবং ওয়াকথনের মাধ্যমে এনসিসি দিবস উদযাপন করা হয়।
বলা চলে আজকের এই দিনে এনসিসি দিবস উদযাপন করা হয়, যা ফিটনেস, শৃঙ্খলা এবং নাগরিক দায়িত্বশীলতা প্রচারের লক্ষ্যে বৃহৎ আকারের জনসাধারণের অনুষ্ঠানের একটি সিরিজ দ্বারা চিহ্নিত করা হয়েছে। উদযাপনের অংশ হিসাবে, আগরতলায় একটি সাইক্লোথন এবং ওয়াকাথনের আয়োজন করা হয়, যেখানে এনসিসি ক্যাডেট, প্রাক্তন শিক্ষার্থী, যুব সংগঠন এবং নাগরিক সমাজের সদস্যরা অংশগ্রহণ করেন।
এদিনের এই অনুষ্ঠানে উদ্বোধন করেন ত্রিপুরা সরকারের ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, এছাড়া উপস্থিত ছিলেন এমসিসির উচ্চপদস্থ কর্মকর্তারা।
এদিন মন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে আজকের এই দিনটিকে কেন্দ্র করে সাইকেল র্যালির আয়োজনের মাধ্যমে নেশা মুক্ত ত্রিপুরা গড়ার স্লোগান কে শুধু স্লোগান নয় সংকল্প হিসেবে মেনে নেওয়া আহবান জানান উপস্থিত যুবক যুবতীদের। তাছাড়া আমাদের চারিপাশে যারা রয়েছে ভাই বন্ধু আত্মীয়-স্বজন সকলকে এই নেশা থেকে দূরে থাকার জন্য অনুপ্রাণিত করতে হবে, এবং যদি আমরা নেশা করি তাহলে আমাদের এই সংকল্প সফলতা পাবে না। তার পাশাপাশি আমাদের রাজ্যে বাল্যবিবাহের প্রথা বেশি মাত্রায় রয়েছে তাই এটিকে প্রতিরোধ করতে যুবক-যুবতীদেরই এগিয়ে আসতে হবে এবং এ বিষয়ে গুরু দায়িত্ব পালন করতে হবে। তার পাশাপাশি নেশার পাশাপাশি অন্যান্য যে অভিশাপগুলো রয়েছে যার দ্বারা আজকের যুব সমাজ অন্ধকার পথে এগিয়ে যাচ্ছে তার প্রতিরোধ গড়ে তুলতে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।



