Saturday, October 19, 2024
বাড়িখবররাজ্যসদর মহকুমা শাসক অফিস প্রাঙ্গণে হয় মেগা রক্তদান শিবির,রাজ্যকে বাণিজ্যিক গেটওয়ে বানানোর...

সদর মহকুমা শাসক অফিস প্রাঙ্গণে হয় মেগা রক্তদান শিবির,রাজ্যকে বাণিজ্যিক গেটওয়ে বানানোর লক্ষ্যেই রাজ্য সরকার কাজ করছে রক্তদান শিবিরে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী।

বর্তমান রাজ্য সরকার দায়িত্ব নেওয়ার পর রাজ্যের মানুষের মানসিকতায় অনেক পরিবর্তন এসেছে । রাজ্য সরকার ভালো কিছু করবে এমন আশা জেগেছে জনগণের মনে । পূর্বতন সরকারের সময়ে রাজ্যের জনগণের স্বাধীনভাবে চিন্তাভাবনা করার কোনও সুযোগ ছিলো না । আজ সদর মহকুমা শাসক অফিস প্রাঙ্গণে মেগা রক্তদান শিবির ও বিভিন্ন প্রকল্পের সচেতনতামূলক অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একথা বলেন । অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন , প্রধানমন্ত্রীর সবকা সাথ সবকা বিকাশের মন্ত্রকে পাথেয় করেই রাজ্য সরকার জনকল্যাণমূলক কর্মসূচি রূপায়ণ করছে । যোগাযোগ ব্যবস্থা , শিক্ষা , স্বাস্থ্যক্ষেত্রে আমূল পরিবর্তনের ফলে দেশবাসী এখন ত্রিপুরাকে নতুনভাবে জানতে পারছে । একটা সময় আসাম আগরতলা জাতীয় সড়কটিই ছিল ত্রিপুরার অন্যতম জীবন রেখা । কিন্তু বর্তমান রাজ্য সরকার ক্ষমতায় আসার পর খুব কম সময়কালের মধ্যেই রাজ্যের চারিদিকে যোগাযোগের পথ খুলে গেছে । আসাম আগরতলা জাতীয় সড়কের বিকল্প সড়ক রাজ্যে তৈরি হচ্ছে । পাশাপাশি আসাম আগরতলা জাতীয় সড়ককে আধুনিক প্রযুক্তির মাধ্যমে মেরামতও করা হচ্ছে । ফলে মানুষ সহজেই বিগত দিনের কাজের সঙ্গে বর্তমান সময়ের কাজের পার্থক্য বুঝতে পারছে । অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন , বর্তমান রাজ্য সরকার দায়িত্ব নেওয়ার পরই রাজ্যকে নেশামুক্ত করার কথা ঘোষণা করেছিল । এরজন্য বিভিন্ন পদক্ষেপ ইতিমধ্যেই নেওয়া হয়েছে । রাজ্যকে নেশামুক্ত করে বাণিজ্যিক গেটওয়ে বানানোর লক্ষ্যেই রাজ্য সরকার কাজ করছে । মুখ্যমন্ত্রী বলেন , যে কোনও প্রকল্প চালু করলেই হয় না তা বাস্তবায়নও করতে হয় । রাজ্য সরকার অটল জলধারা মিশনে রাজ্যের প্রতিটি বাড়িতে বিনামূল্যে জল সংযোগ দেওয়ার কাজ করছে । ইতিমধ্যেই প্রায় ৪৬ শতাংশ বাড়িতে এই প্রকল্পে জলের সংযোগ দেওয়া সম্ভব হয়েছে । বর্তমান রাজ্য সরকারের সময়কালে রাজ্য বাজেটেরও উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে । ফলে গতি এসেছে রাজ্যের সার্বিক উন্নয়নে । শুধু তাই নয় বর্তমান সরকারের সময়কালে যে সব প্রকল্পের কাজ হাতে নেওয়া হয়েছে তা সময়ের মধ্যেই শেষ করার উদাহরণ তৈরি হয়েছে । মুখ্যমন্ত্রী বলেন , রাজ্যের হাসপাতালগুলিতে রক্তের অভাব দূর করতে রাজ্য সরকার প্রাতিষ্ঠানিক রক্তদানের উপর গুরুত্ব দিয়েছে । এক্ষেত্রে সমস্ত সরকারি হাসপাতালগুলিতে রক্তদান শিবিরের আয়োজন করার জন্য মুখ্যমন্ত্রী আহ্বান জানান । অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে সদর মহকুমার মহকুমা শাসক অসীম সাহা বলেন , আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষে মেগা রক্তদান শিবির এবং নেশামুক্ত ত্রিপুরা , বেটি বাঁচাও বেটি পড়াও , গণবন্টন ব্যবস্থা , সড়ক সুরক্ষা জীবন সুরক্ষা ইত্যাদি প্রকল্প নিয়ে সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । মেগা রক্তদান শিবিরে মহকুমা শাসকের অফিসের কর্মচারী সহ বিএলও , রেশনশপ ডিলার ও তাদের সহযোগীরাও রক্তদান করেছেন । উদ্বোধনী অনুষ্ঠানের পর মেগা রক্তদান ও বিভিন্ন প্রকল্পের সচেতনতামূলক বিষয়গুলিকে ফোকাস করে এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয় । মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব পতাকা নেড়ে এই র‍্যালির সূচনা করেন । মুখ্যমন্ত্রীর সঙ্গে সে সময় মেয়র দীপক মজুমদার ও পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধনও উপস্থিত ছিলেন ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

10 − eight =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য