মজদুর মনিটরিং সেলের উদ্যোগে সিপাহীজলা জেলার আশা ফেসিলিটেটরস ও আশা কর্মীদের মধ্যে স্যানিটারি প্যাড বিতরণ করা হয়। সোমবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্রামগঞ্জ শচীন দেববর্মন কলাক্ষেত্রে স্যানিটারি প্যাড বিতরণ করা হয়। প্রথমে অতিথিদের ফুল ও উত্তরীয় দিয়ে বরণ করা হয়। পরে আশা কর্মী মোকলিকা দেববর্মার সভানেত্রীত্বে শুরু হয় সভা। অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন আশা কর্মীরা সমাজের ব্যাপক অংশের মানুষের জন্য দিনরাত সেবা করে যাচ্ছেন আশা কর্মীদের কোন চাকরির নয় তারা শুধু সেবা হিসেবে এই পরিষেবা দিয়ে যাচ্ছেন বিভিন্ন দপ্তরে যারা চাকরি করেন অনেক বেশি টাকা উপার্জন করেন তারা কিন্তু তাদের মাধ্যমে সমাজের ব্যাপক অংশের মানুষ আশা কর্মীদের মতো কোন পরিষেবা পাচ্ছে না। আশা কর্মীদের মহৎ কাজে যুক্ত থাকার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। সভায় অল ত্রিপুরা আশা ফেসিলিটেটরস ও আশা কর্মী এসোসিয়েশন সিপাহীজলা জেলা কমিটির পক্ষ থেকে আশা ফেসিলিটেটরস ও আশা কর্মীদের অসুস্থতার জন্য কমপক্ষে বছরে ১২ দিন সবেতন ছুটি প্রদান করা। আশা ফেসিলিটেটরস ও আশা কর্মীদের সরকারী কর্মচারীদের ন্যায় মাতৃত্বকালীন সবেতন ছয় মাস ছুটি প্রদান করা সহ ১০ দফা দাবি সনদ পেশ করা হয়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন Biplab kar president বিশিষ্ট সমাজসেবী অধ্যাপক রুপজিৎ দাস, অল ত্রিপুরা আশা ফেসিলিটেটরস ও আশা কর্মী এসোসিয়েশনের সাধারণ সম্পাদিকা সেবিকা চৌধুরী, সিপাহীজলা জেলার কমিটির সভানেত্রী শামীমা আক্তার সহ অন্যান্যরা ।



