রাজ্য সরকারের একাংশের আমলাদের কারণে ভুক্তভোগীর শিকার ১০ হাজার ৩২৩ শিক্ষক শিক্ষিকারা ।এর জন্য মন্ত্রীরা কোনভাবেই দায়ী নন। মন্ত্রীদের ভুল বুঝিয়ে চলছেন আমলারা ।সোমবার আগরতলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ উত্থাপন করেন ১০৩২৩ শিক্ষক শিক্ষিকাদের নেতৃবৃন্দ। সাংবাদিক সম্মেলনে তারা জানান, শিক্ষা দপ্তরের আধিকারিকরা 462 জনের স্থানে বিরাট সংখ্যক নামের তালিকা যুক্ত করে ১০৩২৩ নামকরণ করে। পরবর্তী সময়ে এই শিক্ষকদের বাঁচানোর জন্য তারা সুপ্রিম কোর্টে আপিল করে ।কিন্তু শীর্ষ আদালতে ব্যর্থ হয়ে শিক্ষা দপ্তর পরবর্তী সময় বিপরীত ভূমিকা পালন করে চলছে বলে ১০৩২৩ চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের নেতৃবৃন্দের অভিযোগ। সাংবাদিক সম্মেলনে নেতৃবৃন্দ জানান ,শিক্ষা দপ্তরের আধিকারিকরা আগে ১০৩২৩ শিক্ষকদের চাকরি বাঁচানোর ভূমিকা ছিল ।এখন শত্রুর ভূমিকা পালন করছে। সাংবাদিক সম্মেলনে সংগঠনের নেতৃত্ব বিরূপ দেববর্মা জানান ,১০৩২৩ শিক্ষক-শিক্ষিকারা ভেঙে পড়বেন না ।তিনি অভিযোগ করে বলেন ,শিক্ষা দপ্তরের আধিকারিকরা অশ্বথামা হত ইতি গজ -এই ভূমিকা গ্রহণ করে চলছেন ।আমাদের চাকরি যায়নি ।বর্তমানে সুপ্রিম কোর্টে সংশ্লিষ্ট মামলায় আমরা খুব ভালো পজিশনে রয়েছি।



