সোমবার সাতসকালে বটতলা মহাশ্মশান সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা । পুড়ে ছাই একটি বসতঘর। স্থানীয় সূত্রে জানা যায়, বটতলা মহাশ্মশান সংলগ্ন এলাকার মিন্টু দেবনাথের বাড়িতে ভাড়া থাকেন উত্তম দাস। আজ সকালবেলা উত্তম দাসের ঘর থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা । সাথে সাথে দমকলবাহিনীকে খবর দিয়েছেন তাঁরা। ওই সময় ভাড়াটিয়া উত্তম দাস ঘরে ছিলেন না । মূর্হুতের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে গোটা ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা জানা যায়নি। কিন্তু এ ঘটনায় কোনো প্রাণহানি না হলেও ঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা গিয়েছে । এদিনের এই ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।



