Wednesday, November 19, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদঅনুষ্ঠিত হল ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন, তেলিয়ামুড়া মহকুমা কমিটির “শারদ সম্মান ও দীপাবলি...

অনুষ্ঠিত হল ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন, তেলিয়ামুড়া মহকুমা কমিটির “শারদ সম্মান ও দীপাবলি সম্মান ২০২৫ অনুষ্ঠান

তেলিয়ামুড়া প্রতিনিধিঃ

ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন, তেলিয়ামুড়া মহকুমা কমিটির উদ্যোগে শনিবার তেলিয়ামুড়ার পাইকারি সবজি বাজার মাঠে অনুষ্ঠিত হয় “শারদ সম্মান ও দীপাবলি সম্মান ২০২৫”। এ মূল অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উদ্বোধন করেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক তথা তেলিয়ামুরার বিধায়িকা কল্যাণী সাহা রায়. প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কল্যাণপুর প্রমোদনগর বিধায়ক পিনাকী দাস চৌধুরী, তেলিয়ামুড়া পৌরসভার পৌর পিতা রূপক সরকার, ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের ওয়ার্কিং সেক্রেটারি সন্তোষ গোপ, মূল অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ইউনিয়নের খোয়াই জেলার সম্পাদক গোপেশ রায়। উদ্বোধক আলোচনা করতে গিয়ে বলেন আজকের যেই অনুষ্ঠানটি করা হচ্ছে তা অতি প্রশংসনীয় কারণ তেলিয়ামুড়া মহকুমা এলাকার মোট তেরোটি ক্লাব কে শারদসম্মান পুরস্কার দেয়া হয় এবং তিনটি ক্লাবকে দীপাবলি সম্মান জানানো হয়। বিধায়িকা শ্রোতাদের কাছে অনুরোধ করেন যে শারসম্মার প্রথম পর্বের অনুষ্ঠানের পর যে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হবে তাতে যাতে শ্রোতারা সুন্দর এবং সুষ্ঠুভাবে সাংবাদিক ও প্রশাসনের পাশে থেকে সমাপ্তি করে।এছাড়া আলোচনা করেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী, রূপক সরকার পৌর পিতা, কার্যকরী কমিটির সম্পাদক সন্তোষ গোপ, অনুষ্ঠানের সভাপতি গোপেশ রায় প্রমূখ।পরে পশ্চিমবাংলার সঙ্গীত শিল্পী পৌষালী ভট্টাচার্যী গানের আসরে জমজমাট হয়ে ওঠে তেলিয়ামুড়ার সবজি বাজারে মাঠ প্রাঙ্গণ এই প্রোগ্রামকে কেন্দ্র করে তেলিয়া মুড়ার সাধারণ মানুষ খুব খুশি এবং শ্রোতারা বার্তা দেন আগামী বছর যেন ইউনিয়ন এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এক কথায় কালকের সন্ধ্যায় তেলিয়ামুড়ার এক আকর্ষণীয় সন্ধ্যায় পরিণত হয় তেলিয়ামুড়া জার্নালিস্ট ইউনিয়ন মহকুমা কমিটির আয়োজকদের দ্বারা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

6 + fourteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য