Thursday, November 20, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদঅনুষ্ঠিত হলো ডি ওয়াই এফ আই রবীন্দ্রনগর অঞ্চলের ত্রি-বার্ষিক নবম অঞ্চল সম্মেলন

অনুষ্ঠিত হলো ডি ওয়াই এফ আই রবীন্দ্রনগর অঞ্চলের ত্রি-বার্ষিক নবম অঞ্চল সম্মেলন

কাঠালিয়ার প্রতিনিধি__
১৩ নভেম্বর বৃহস্পতিবার।

বৃহস্পতিবার রবীন্দ্রনগর অঞ্চলের ত্রি -বার্ষিক নবম অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের প্রথম পর্বে, সংগঠনের পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে সংগঠনের বিভাগীয় নেতৃত্ব, অঞ্চলের নেতৃত্ব সহ অন্যান্য প্রতিনিধিরা। অঞ্চল কমিটি এলাকার যেমন, বেজিমারা, শ্রীমন্তপুর, রবীন্দ্র নগর, শোভাপু্র, সোনাপুর ও কালাপানিয়া এই কয়েকটি পঞ্চায়েত এলাকার বামপন্থী যুব সংগঠনের ইউনিট থেকে সর্বসাকুল্য ৫৬ জন প্রতিনিধি অংশগ্রহণ করে সম্মেলনে।

এছাড়া শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সম্মেলনের দ্বিতীয় পর্বে উদ্বোধনী আলোচনা করেন যুব সংগঠনের বিভাগীয় সম্পাদক ইন্দ্রজিৎ সাহা। এছাড়াও বর্তমান পরিস্থিতি ও সংগঠনের করণীয় ইত্যাদি বিষয়ের উপর পরামর্শ মূলক আলোচনায় অংশগ্রহণ করে সংগঠনের বিভাগীয় সভাপতি মোহাম্মদ সেলিম ও কাউসার আহমেদ।

সংগঠনের অন্যান্য নেতৃত্বদের মধ্যে উপস্থিত ছিলেন ফারহাদ রানা, সুমন দে, প্রসেনজিৎ মজুমদার এবং সিপিআইএম রবীন্দ্রনগর অঞ্চল সম্পাদক মিজান মিয়া প্রমূখ।
সাংগঠনিক প্রতিবেদনের উপর প্রতিটি ইউনিট থেকে একজন করে সর্বমোট সাতজন আলোচনায় অংশ নিয়ে বেশ কয়েকটি প্রস্তাব উপস্থাপন করেন। প্রস্তাবগুলি হলো সংগঠনকে শক্তিশালী ও মজবুত করতে গেলে রাজ্য ও জেলা কমিটির সদস্যরা গ্রামে এসে শাখা কমিটির সাথে যুক্ত হয়ে লড়াই সংগ্রামে সহযোগিতা করার উদ্যোগ গ্রহণ করতে হবে।

বক্তারা আলোচনা করতে গিয়ে প্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন দেখুন, রাজ্যটাকে বিজেপি পরিচালিত সরকার নৈরাজ্যের পরিবেশ সৃষ্টি করেছে উন্নয়ন বলতে কিছুই হচ্ছে না, নেশা মুক্ত করার নামে বরং নেশায় যুবসমাজ আসক্ত হয়ে অপকর্মে লিপ্ত হচ্ছে। নেই বেকারদের কোন কাজকর্ম, নেই চাকরিবাকরি কি করে যুবসমাজ আগামী দিন বেঁচে থাকবে সেটাই এখন বড় প্রশ্ন! নেতৃত্বরা বলেন, এই মুহূর্তে সংগঠনকে শক্তিশালী করার জন্য অঞ্চল কমিটিকে উর্ধ্ব গ্রহণ করা করতে হবে এবং যুবকদের স্বার্থসংশ্লিষ্ট ইস্যুতে রাস্তায় নেমে জোরালো প্রতিবাদ করার পরামর্শ দেন যুব সংগঠনের বিভাগীয় নেতৃত্বরা। এখন দেখার বিষয়, সম্মেলন হয়ে গেল , রবীন্দ্র নগর অঞ্চলে যুব সংগঠন আগামী দিন কতটুকু সক্রিয় হয় সেইটাই এখন বড় প্রশ্ন!

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

three × two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য