রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ সকালে নজরুল কলাক্ষেত্রে বিশ্ব ডায়াবেটিস দিবসের অনুষ্ঠানে যোগ দেন। ডায়াবেটিস ওয়েলফেয়ার সোসাইটি দ্বারা আয়োজিত এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেন, শৃঙ্খলাবদ্ধ জীবনধারা, খাদ্যাভ্যাসের পরিবর্তন, ব্যায়াম, ধ্যান ডায়াবেটিসের ঝুঁকি কমাতে পারে। তাছাড়া, প্রাথমিক লক্ষণগুলি জানার পর সঠিক রোগ নির্ণয় এবং নিয়মিত চিকিৎসার মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা সম্ভব। তিনি সকলকে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা তৈরি করার আহ্বান জানিয়ে বলেন, এটি ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সাহায্য করবে। অনুষ্ঠানে অধ্যাপক (ডা.) শঙ্কর সরকার স্বাগত বক্তব্য রাখেন। এরপর রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু ডায়াবেটিস সচেতনতা র্যালির সূচনা করেন। রাজভবন থেকে এই সংবাদ জানানো হয়েছে।



