খোয়াই জেলা প্রশাসনের অর্থানুকূল্যে ও খোয়াই জেলা শিক্ষা দপ্তরের বিপর্যয় মোকাবিলা বিভাগের সার্বিক ব্যবস্থাপনায় প্রতিবছরের মতো‚ এইবছরও খোয়াই জেলার প্রত্যেকজন ছাত্রছাত্রীদের মধ্যে বিপর্যয় মোকাবিলা নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে IDDRR সম্বন্ধিত বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয় বৃহস্পতিবার ।এরই অঙ্গ হিসেবে খোয়াই ও তেলিয়ামুড়া মহকুমায় পৃথকভাবে অঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিলো। এই দুটো প্রতিযোগিতায় সর্বমোট ৪০০ জনের উপর ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে বলে জানিয়েছেন খোয়াই জেলা শিক্ষা দপ্তরের বিপর্যয় মোকাবিলা বিভাগের নোডাল অফিসার সৌর প্রতিম শর্ম্মা। তিনি জানান‚ এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের মধ্যে যারা সেরা পরিবেশনা করেছে‚ তাদের প্রত্যেককে আগামী কিছুদিনের মধ্যেই এক জেলাভিত্তিক অনুষ্ঠান করার মধ্য দিয়ে পুরস্কৃত করা হবে। তিনি আরও বলেন‚ এইভাবেই আগামী দিনেও বিপর্যয় মোকাবিলা নিয়ে সচেতনতা বাড়াতে কর্মসূচী জারি থাকবে।



