বৃহস্পতিবার রাজধানী আগরতলার উমাকান্ত একাডেমী ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে শুরু হয়েছে বাল বৈজ্ঞানিক প্রদর্শনী । এই অনুষ্ঠানটি মূলত রাজ্যভিত্তিক বাল বৈজ্ঞানিক প্রদর্শনীকে সামনে রেখে রাজ্যে শুরু হয়েছে। এই অনুষ্ঠানের মূল লক্ষ হল শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে তোলা। অনুষ্ঠানের অঙ্গ হিসাবে বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এক বিজ্ঞান মডেল প্রদর্শনী। সেখানে শিক্ষার্থীদের তৈরি বিজ্ঞানের ৪৯ টি মডেল প্রদর্শিত হয়। জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান, প্রযুক্তি ও সামাজিক বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে তৈরি মডেলগুলো প্রদর্শনীর আকর্ষণ বাড়িয়ে তোলে। বিজ্ঞান মডেল প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্পোরেটর জাহ্নবী দাস চৌধুরী সহ আরো বিশিষ্ট জনেরা। জানা গিয়েছে প্রদর্শিত মডেলগুলির মধ্য থেকে মোট পাঁচটি মডেল মহকুমা স্তরের প্রতিযোগিতার জন্য মনোনীত করা হবে। সেখানে সাফল্য অর্জনকারী মডেলগুলি রাজ্য স্তরে অংশগ্রহণের সুযোগ পাবে, এবং রাজ্য স্তরে নির্বাচিত হলে তারা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করবে।



