জিরানিয়া রেল স্টেশনে রেলের বগি থেকে এসকফ সিরাপ উদ্ধারের ঘটনার তদন্তে নয়া মোর ।এই ঘটনায় ধৃত অভিযুক্ত মান্তনু সাহার গোডাউনে বুধবার হানা দিল ক্রাইম ব্রাঞ্চ ।ধৃত অভিযুক্ত মান্তুনু সাহার বাইপাসের পূর্ব চাম্পামুড়া এলাকায় একটি গোডাউন রয়েছে ।এই গোডাউনটির নাম অঞ্জলি ট্রেডিং এজেন্সি ।বুধবার ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা এই গোডাউনে অভিযান চালায়। অভিযান কালে পুলিশ গোডাউনের সিসি ক্যামেরার ডিভিআর সহ বিভিন্ন নথি বাজেয়াপ্ত করে ।গোডাউনে প্রচুর সংখ্যক রাবার মজুদ রাখা হয়েছে ।সংশ্লিষ্ট বিষয়েও খোঁজখবর নেয় ক্রাইম ব্রাঞ্চের তদন্তকারী আধিকারিকরা ।এই প্রসঙ্গে রাজ্য পুলিশের ক্রাইম ব্রাঞ্চের তদন্তকারী আধিকারিক সুকান্ত সেন চৌধুরী জানান, গোডাউন থেকে কিছু ডকুমেন্ট তারা উদ্ধার করেছেন ।তবে এই তদন্তের ঘটনায় ধৃত অভিযুক্ত মান্তনু সাহা কে জিজ্ঞাসাবাদ করে আর কোন নাম পাওয়া গেছে কিনা সে বিষয়ে মুখ খুলতে রাজি হননি আধিকারিক সুকান্ত সেন চৌধুরী।



