Thursday, November 13, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই জেলা হাসপাতালের উদ্যোগে ২০জন রোগিকে বিনামূল্যে চোখের ছানির অপারেশনের ব্যবস্থা করা...

খোয়াই জেলা হাসপাতালের উদ্যোগে ২০জন রোগিকে বিনামূল্যে চোখের ছানির অপারেশনের ব্যবস্থা করা হয়

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১২ই নভেম্বর….…বুধবার দুপুরে খোয়াই জেলা হাসপাতালের উদ্যোগে হাসপাতালের বহির্বিভাগে অনুষ্ঠিত হল চোখের ছানি অপারেশনের শিবির।এই শিবিরের চোক্ষু পরিক্ষা করতে প্রচুর পুরুষ,মহিলা ও বৃদ্ধরা তাদের চোক্ষু পরিক্ষা করান।তার মধ্যে যাদের চোখে ছানি পড়েছে তাদেরকে বিনামূল্যে সরকারের পক্ষ থেকে চোখের ছানি অপারেশন করানো হবে বলে জানান খোয়াই জেলা হাসপাতালের মেডিকেল সুপার সরদেন্দু রিয়াং, সাথে ছিলেন খোয়াই জেলা হাসপাতালের বহির্বিভাগের চোক্ষু চিকিৎসক আনিস চন্দ্র সোম। এছাড়া ও যাদের চোখের ছানির সমস্যা রয়েছে তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে ও এই অপারেশনের অন্তর্ভুক্ত করা হয়। তাতে বিনামূল্যে এই অপারেশনের সুযোগ পাচ্ছেন ২০ জন।তার মধ্যে পুরুষ রয়েছেন ১১ জন, মহিলা রয়েছেন ৯ জন।এই ২০ জনকে উক্ত শিবিরের মাধ্যমে পরিক্ষা নিরিক্ষা করিয়ে বুধবার দুপুরে তাদেরকে সরকারি খরচে গাড়ি করে আগরতলায় নিয়ে যাওয়া হয়। সেখানে বৃহস্পতিবার আই জি এম হাসপাতালে ভর্তি করে সবার চোখের ছানির অপারেশন করানো হবে। এবং সরকারি খরচেই তারা বাড়ি ফিরে আসবেন বলে জানান চোক্ষু চিকিৎসক আনিস চন্দ্র সোম।এই শিবির হবার ফলে অনেকেই উপকৃত হবেন ,পাশাপাশি রোগিরাও সঠিক ভাবে চোখে দেখতে পাবেন তাই তারা খুশি সরকারের এই উদ্যোগের জন্য ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

sixteen + seventeen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য