সোমবার রাজধানী আগরতলায় অনুষ্ঠিত হল CITU অনুমোদিত শ্রমিক সমাবেশ । এদিনের সমাবেশে উপস্থিত ছিলেন সিপি আই এম রাজ্য সম্পাদক তথা পুলিটব্যুরোর সদস্য জীতেন্দ্র চৌধুরী , প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, CITU নেতা মানিক দেসহ সংগঠনের অন্যান্য নেতৃত্বরা । এদিন বক্তব্য রাখতে গিয়ে সিপি আই এম রাজ্য সম্পাদক জীতেন্দ্র চৌধুরী রাজ্য সরকারকে এক হাত নেন , তিনি বলেন মিথ্যা প্রতিশ্রুতি ও কালো টাকার উপর নির্ভর করে সরকার চালাচ্ছে বর্তমান রাজ্য সরকার । এই দুর্নীতি বর্তমানে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-তেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
দিনের সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন পুঁজিপতিরা লুটরাজ অবাধে চলতে পারে তার জন্য পরিকল্পিতভাবে গণতন্ত্রের ভিত্তি দুর্বল করছে আর এস এস ও বিজেপি সরকার । তাই এদিনের সমাবেশস্থল থেকে সাধারণ মানুষকে শোষণের এই শাসনের বিরুদ্ধে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি ও ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি । কেননা কেন্দ্র ও রাজ্যে বিজেপির শাসন থাকলেও শ্রমিকদের জীবনযুদ্ধ আরও কঠিন হয়ে উঠছে । তার পাশাপাশি বামফ্রন্ট সরকারের ঐতিহ্য স্মরণ করে তিনি বলেন পশ্চিমবঙ্গ, ত্রিপুরার পর শুধুমাত্র কেরলেই গণতান্ত্রিক সরকার টিকে আছে, আর সেটিকেও বিজেপির মদতে ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলে নিজ বক্তব্যে তুলে ধরেন তিনি ।
এদিনের সমাবেশে চা-বাগান শ্রমিক, রাবার শ্রমিক, নির্মাণ শ্রমিক, বেকার যুবক ও দিনমজদুরের উপস্থিতি ছিল লক্ষনীয় ।



