Friday, November 14, 2025
বাড়িখবররাজ্যসাংবাদিক বিশ্বেন্দু যাচ্ছেন ব্রাজিলে…….এক গৌরব গাঁথা রাজ্যের সাংবাদিকতার ইতিহাসে

সাংবাদিক বিশ্বেন্দু যাচ্ছেন ব্রাজিলে…….এক গৌরব গাঁথা রাজ্যের সাংবাদিকতার ইতিহাসে

ত্রিপুরার সিনিয়র সাংবাদিক ও খ্যাতনামা পরিবেশ আন্দোলনকর্মী ড. বিশ্বেন্দু ভট্টাচার্য ব্রাজিলের বেলেম শহরে আগামী ১০ থেকে ২১ নভেম্বর অনুষ্ঠিতব্য COP 30-এ ভারতের প্রতিনিধিদলের সদস্য হিসেবে দেশকে প্রতিনিধিত্ব করবেন।

জাতিসংঘের পক্ষ থেকে ভারতে থেকে মোট আটজন সাংবাদিককে এই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক অনুষ্ঠানটি কভার করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে, এবং ড. ভট্টাচার্য ইউনাইটেড নিউজ অফ ইন্ডিয়া (UNI)-এর প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করবেন।

এই বছরের সম্মেলনের মূল বিষয়বস্তু হলো “জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা”, যেখানে প্রায় ২০০টি দেশের প্রতিনিধি জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক সমস্যা মোকাবিলায় নীতিনির্ধারণ ও কৌশল প্রণয়নে একত্রিত হবেন।

বেলেম শহরে মূল অধিবেশনের পাশাপাশি, ফ্রান্সসহ আরও বেশ কয়েকটি স্থানে সমান্তরাল ইভেন্টও আয়োজন করা হবে। সাংবাদিক হিসেবে তাঁর দায়িত্বের পাশাপাশি, ড. ভট্টাচার্য মধ্য এশিয়ায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নাগরিক উদ্যোগের উপর একটি বিশেষ বক্তব্যও প্রদান করবেন।

উল্লেখযোগ্যভাবে, ড. ভট্টাচার্য গত বছর আজারবাইজানে অনুষ্ঠিত ২৯তম ওয়ার্ল্ড ক্লাইমেট কনফারেন্স-এও ভারতের প্রতিনিধিদলের অংশ ছিলেন।
দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে পরিবেশ সাংবাদিকতা ও সচেতনতায় তাঁর নিষ্ঠা ও অবদানের জন্য তিনি ত্রিপুরা এবং সমগ্র উত্তর-পূর্ব ভারতের এক প্রভাবশালী কণ্ঠস্বর হিসেবে পরিচিত।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 + 18 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য