আসন্ন এডিসি এবং নগর সংস্থার নির্বাচনকে সামনে রেখে রবিবার সাংগঠনিক বৈঠক করল প্রদেশ বিজেপি। গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকটি অনুষ্ঠিত হয় প্রদেশ বিজেপি কার্যালয়ে । বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ,প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য প্রদেশ নেতৃবৃন্দ। এদিন প্রায় দেড় ঘন্টা এই বৈঠক চলে । বৈঠকে প্রদেশ বিজেপির অধীন বিভিন্ন জেলা কমিটি গুলির বর্তমান সাংগঠনিক অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, এডিসি নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক দিকগুলি আরও মজবুত করতে আলোচনা হয়েছে। মূলত সংগঠনকে শক্তিশালী করতেই এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এছাড়া বৈঠক শেষে প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য জানান ,এটি রুটিন সাংগঠনিক বৈঠক ।বৈঠকে এডিসি, ভিলেজ কমিটি এবং নগর সংস্থার নির্বাচনকে সামনে রেখে সংগঠন কে শক্তিশালী করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ।এই প্রসঙ্গে জেলা কমিটির পদাধিকারীদের কাছ থেকে মতামত সংগ্রহ করা হয়েছে।
এডিসির নির্বাচনে জোট বদ্ধ হয়েই লড়াই করবে বিজেপি ।কিন্তু কোন কারণে জোট না হলে পরে দল একাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে ।তবে সংশ্লিষ্ট বিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত গ্রহণ করবে দল। এদিকে রাজনৈতিক তথ্যভিজ্ঞ মহলের মতে, এডিসি এবং ভিলেজ কমিটির নির্বাচন একসাথেই হচ্ছে ।প্রয়োজনে নগর সংস্থার নির্বাচন কিছুটা এগিয়ে এনে একসাথে করার প্রস্তুতি নিতে শুরু করেছে প্রশাসন ।



