রাজ্যের ছাত্র-ছাত্রীদের আইএএস এবং টিসিএস পরীক্ষার প্রশিক্ষণের জন্য নিজের পিতার নামে সিভিল সার্ভিসেস স্কলারশিপ চালু করলেন তিপ্রা মথা সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেব বর্মন। এদিন স্কলারশিপ প্রাপকদের সংবর্ধনা প্রদান করা হয়। এবছর মোট ৪৫ জন নির্বাচিতদের এই স্কলারশিপ প্রদান করা হয়।
এডিসি এলাকার জাতি এবং জনজাতি উভয় অংশের ছাত্র-ছাত্রীদের থেকে আইএএস এবং টিসিএস পরীক্ষার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করেছে এডিসি প্রশাসন ।এই প্রশিক্ষণের জন্য নির্বাচিতদের সিভিল সার্ভিসেস স্কলারশিপ প্রদান করলেন তিপ্রা-মথা সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মন। ৪৫ জন নির্বাচিতদের হাতের স্কলারশিপ তুলে দেওয়া হয়। এই উপলক্ষে রাজধানীর মানিক্য এনক্লেভে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মথা সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মন ,রাজ্যের রাষ্ট্রমন্ত্রী বৃষকেতু দেববর্মা সহ অন্যান্যরা ।এই অনুষ্ঠান প্রসঙ্গে মথা সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মন জানান, নির্বাচিতদের প্রশিক্ষণের জন্য বেশিরভাগ অর্থই তিনি তার স্বর্গীয় পিতার নামে স্কলারশিপ হিসেবে প্রদান করছেন ।বাকি অংশ এডিসি প্রশাসন বহন করবে ।তিনি আরো জানান ,অবসরপ্রাপ্ত আইএস অফিসার সি কে জামাতিয়া ইন্টারভিউর মাধ্যমে ৪৫ জন ছাত্রছাত্রীকে নির্বাচিত করেছেন ।এদের মধ্যে জাতি জনজাতি উভয় অংশের ছাত্রছাত্রী রয়েছে। তিনি নির্বাচিতদের সাফল্য কামনা করেন।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার সাথে তার প্রস্তাবিত বৈঠক প্রসঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করেন মথা সুপ্রিমো । তিনি জানান ,একসাথে বসে কথা বললে রাজ্যের ভালো হবে। এতে উভয় অংশের জনগণের মধ্যে একটা ভালো বার্তা যাবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।



