সরকারের এই পদক্ষেপে সরকারি কর্মচারিদের ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে । তাহলেই আগামী প্রজন্মের জন্য সুন্দর ভবিষ্যতের পাশাপাশি উন্নত ও আত্মনির্ভর ত্রিপুরা গড়ে উঠবে । আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ১ নং প্রেক্ষাগৃহে বিবেকানন্দ বিচার মঞ্চ আয়োজিত ‘ উন্নয়নের দিশায় চার বছর ‘ শীর্ষক আলোচনা সভার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একথা বলেন । অনুষ্ঠানের শুরুতেই মুখ্যমন্ত্রী সহ অতিথিগণ বিবেকানন্দের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন । অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন , নিয়ম , নীতি ও নিয়তকে প্রাধান্য দিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশিত বিকাশের পথে বর্তমান সরকার কাজ করে চলছে । কোন ধরণের রঙ বিচারের উর্দ্ধে উঠে সমাজের অন্তিম ব্যক্তির আর্থসামাজিক মান উন্নয়নে গুরুত্ব দিয়ে সরকার কাজ করছে । রাজ্যের ভবিষ্যৎ প্রজন্মের সুনিশ্চিত ভবিষ্যৎ গড়ে তুলতে লক্ষ্য -২০৪৭ শীর্ষক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে । মুখ্যমন্ত্রী বলেন , কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পের সুবিধা পাচ্ছেন রাজ্যের জনগণ । তিনি বলেন , রাজ্যের মানুষের মধ্যে ইতিবাচক দৃষ্টিভঙ্গী প্রকাশ পাচ্ছে । যুবক – যুবতীদের মধ্যে আত্মনির্ভর মানসিকতা গড়ে উঠেছে । তারা স্বরোজগারি মানসিকতার দৌড়ে স্বনির্ভর হওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে । তিনি আরও বলেন , ইতিবাচক চিন্তা নিয়ে চলতে পারলেই জীবনের প্রকৃত সুখ পাওয়া যায় । বর্তমান সরকার রাজ্যের সকল স্তরের কর্মচারিদের সার্বিক কল্যাণে গুরুত্ব দিয়ে কাজ করছে । এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী রাজ্যের কর্মচারিদের অ্যাডহক প্রমোশন ও কর্মচারিদের স্বাস্থ্য বীমার আওতায় নিয়ে আসার প্রসঙ্গ তুলে ধরেন । আলোচনা সভায় মুখ্যমন্ত্রী বলেন , বর্তমান সরকার রাজ্যে নারী স্বশক্তিকরণের ক্ষেত্রে অগ্রাধিকার দিয়েছে । এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মহিলাদের জন্য সরকারি চাকুরির ক্ষেত্রে ৩৩ শতাংশ সংরক্ষণ , মহিলা কর্মচারিদের জন্য ওয়ার্কিং হোস্টেল নির্মাণের কথা উল্লেখ করেন । তিনি বলেন , সরকার নেশামুক্ত রাজ্য গড়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ । সরকার নেশার বিরুদ্ধে আপোষহীন দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করে যাচ্ছে । তিনি বলেন , রাজ্য সরকার ছেলেমেয়েদের ভবিষ্যৎ নিয়েও চিন্তাশীল । এই প্রসঙ্গে তিনি শিক্ষা ক্ষেত্রে বিদ্যাজ্যোতি প্রকল্প , এনসিইআরটি কোর্স চালু করা , আইন বিশ্ববিদ্যালয় স্থাপন , ফরেনসিক ইউনিভার্সিটি স্থাপনের কথাও উল্লেখ করেন । তিনি বলেন , রাজ্যে নতুন নতুন স্টার্টআপ প্রকল্প তৈরি হচ্ছে । স্টার্টআপ প্রকল্পের জন্য বিশেষ তহবিল গড়ে তোলা হচ্ছে । মুখ্যমন্ত্রী আরও বলেন , বর্তমান সরকারের সময়ে রাজ্যের মানুষ প্রতিদিন নতুন নতুন সরকারি প্রকল্পের সুযোগ পাচ্ছেন । আলোচনা সভায় মুখ্যমন্ত্রী আরও বলেন , ভারতের মানুষ ভাগ্যবান । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইতিবাচক দৃষ্টিভঙ্গীর ফলে ভারত আজ করোনা অতিমারী কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে । তিনি বলেন , প্রত্যেক নাগরিকের উচিৎ প্রতিদিন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ট্যুইট লক্ষ্য করা । এতে সরকারি বিভিন্ন প্রকল্প সম্পর্কে অবগত হওয়া যাবে । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিবেকানন্দ বিচার মঞ্চের সাধারন সম্পাদক তপন দাস । অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিবেকানন্দ বিচার মঞ্চের সভাপতি রাজীব ভট্টাচার্য , আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার , সমাজসেবী সমর রায় প্রমুখ । আলোচনা সভায় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বিবেকানন্দ বিচার মঞ্চ কর্তৃক প্রকাশিত রাজ্য সরকারের গত চার বছরের কাজের পরিসংখ্যান সম্বলিত একটি লিফলেট প্রকাশ করেন ।