Friday, November 14, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদকংগ্রেস দলের রাজ্য ভিত্তিক সাত দফা দাবির ভিত্তিতে খোয়াইতে ৪ ঘন্টার গন...

কংগ্রেস দলের রাজ্য ভিত্তিক সাত দফা দাবির ভিত্তিতে খোয়াইতে ৪ ঘন্টার গন অবস্থান।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৬ই নভেম্বর……কংগ্রেস দলের রাজ্যভিত্তিক সাত দফা দাবি আদায়ের কর্মসূচির অঙ্গ হিসাবে তেলিয়ামুড়া জেলা কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার দুপুর দুটো থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত খোয়াই নৃপেন চক্রবর্তী এভিনিউ সংলগ্ন এলাকাতে ৪ ঘন্টা গন অবস্থানের ডাক দেওয়া হয়। এই গন অবস্থানে মূলত সাত দফা দাবির ভিত্তিতে এই গণ অবস্থানটি অনুষ্ঠিত হয়। আজকের এই গন অবস্থানে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া জেলা কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ ভট্টাচার্য। কংগ্রেস নেতা তথা প্রাক্তন শিক্ষক পরিতোষ দাস,তেলিয়ামুড়ার প্রাক্তন বিধায়ক অশোক বৈদ্য, বলিষ্ঠ কংগ্রেস নেতা তথা আইনজীবী ননীগোপাল দেবনাথ এবং যুব কংগ্রেস ও মহিলা কংগ্রেসের নেতৃবৃন্দ সহ অন্যান্য কংগ্রেস কর্মীরা। মূলত এই ৭ দফা দাবি গুলি হল নেশা কারবারিদের বিরুদ্ধে কঠিনতম আইন অনুযায়ী ব্যবস্থা করতে হবে। সরকারি দপ্তরে সমস্ত শূন্য পদ গুলি অবিলম্বে পূরণ করতে হবে। এইরকম আরো পাঁচটি দাবি ভিত্তিতেই এই গনঅবস্থানের ডাক দেওয়া হয়েছে তেলিয়ামুড়া জেলা কঙ্গগ্রস দলের পক্ষ থেকে। এই গন অবস্থানে উপস্থিত নেতৃত্বরা তাদের চার দফা দাবি আদায়ের লক্ষ্যে বক্তব্য রাখার পাশাপাশি বর্তমান সময়ের বিজেপি জোট সরকারের বিভিন্ন ধরনের কর্মসূচি ও রাজ্য পরিচালনার নীতি নিয়ে কটাক্ষ করতেও সুনাযায়। এবং গন অবস্থানে আরেক বক্তা তেলিয়ামুড়া জেলা যুব কঙ্গগ্রসের সভাপতি সন্কর পাল বলেন এই গন অবস্থান থেকে অনেকটাই সারা পেয়েছেন তাতে তাতে আগামী দিন তাদের সঙ্গগঠন আরো মজবুত হবে। শুধু অপেক্ষার বাকি এই স্বৈরাচারী বিজেপি সরকারের পতন অবশ্যম্ভাবী বলে তিনি মন্তব্য ও করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

17 − twelve =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য