সাত দফা দাবির ভিত্তিতে রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি পশ্চিম আগরতলার রাধানগর বাস স্ট্যান্ডে অনুষ্ঠিত হলো প্রদেশ যুব কংগ্রেস, ত্রিপুরা মহিলা কংগ্রেস, এন এস ইউ আই ও কংগ্রেস সেবা দলের যৌথ উদ্যোগে গণবস্থান কর্মসূচি।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন সহ সংগঠনের অন্যান্য নেতৃত্বরা। এদিন কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বক্তব্য রাখতে গিয়ে শাসকদল বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন বিজেপির শাসনে গোটা দেশে অরাজকতা চলছে এবং সারাদেশে নেশার বাণিজ্য চলছে রমরমা, নেশায় আসক্ত হয়ে পড়েছে যুবসমাজ। যে জায়গায় বিজেপি নেশা মুক্ত রাজ্য করার স্লোগান তুলেছিল সেখানে রাজ্য নেশাযুক্ত রাজ্যতে পরিণত হয়েছে। তাছাড়া রাজ্য সরকার এসব বিষয়ে অবগত থাকার পরেও নেশার বিরুদ্ধে নির্বিকার ভূমিকা পালন করছে এবং রাজ্যে আইনশৃঙ্খলার কোন পরিবেশ নেই, পুলিশ প্রশাসন দলদাসে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।



