পুর নিগমের অন্তর্গত ইন্দ্রনগর ৮ নম্বর ওয়ার্ডের কবরখলা এলাকার স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে শুরু হল পানীয় জলের সুবিধা নিশ্চিত করতে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের কাজ। বৃহস্পতিবার এই কাজের পরিদর্শনের জন্য যান আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, উপস্থিত ছিলেন এলাকার কাউন্সিলর সম্পা সেন সরকার। এদিন মেয়র সংবাদ মাধ্যমকে জানান, পুর নিগম নাগরিকদের মৌলিক সুবিধা নিশ্চিত করতে প্রতিটি ওয়ার্ডে ধাপে ধাপে জল সরবরাহ ব্যবস্থার উন্নয়ন করছে এবং পানীয় জলের এই প্রকল্প চালু হলে কবরখলা এলাকার মানুষের দীর্ঘদিনের জলের সংকট কেটে যাবে বলে আশা ব্যাক্ত করেন।



