Thursday, November 27, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদতেলিয়ামুড়ার চিত্রাঙ্গদা কলাকেন্দ্রে অনুষ্ঠিত হল মহিলা ও যুব সম্মেলন

তেলিয়ামুড়ার চিত্রাঙ্গদা কলাকেন্দ্রে অনুষ্ঠিত হল মহিলা ও যুব সম্মেলন

তেলিয়ামুড়া, প্রতিনিধি।
‘হয় ঘর স্বদেশী, ঘর ঘর স্বদেশী’— এই স্লোগানকেই সামনে রেখে বুধবার খোয়াই জেলা প্রশাসনের উদ্যোগে তেলিয়ামুড়ার চিত্রাঙ্গদা কলাকেন্দ্রে অনুষ্ঠিত হল মহিলা ও যুব সম্মেলন। স্বদেশী ভাবনা ও আত্মনির্ভরতার মন্ত্রে ভর করে এই সম্মেলনে প্রচুর সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
এই দিনের এই অনুষ্ঠানের মূল লক্ষ্য— দেশের প্রতিটি ঘরে যেন স্বদেশী পণ্যের ব্যবহার বৃদ্ধি পায়, এবং মহিলা ও যুব সমাজ নিজের হাতে গড়ে তুলুক আত্মনির্ভর ভবিষ্যৎ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২৮-নং তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী সাহা রায়, বিধায়ক পিনাকী দাস চৌধুরী সহ আরও বহু বিশিষ্ট অতিথি। উদ্বোধনী বক্তব্যে বিধায়িকা কল্যাণী সাহা রায় বলেন, “আত্মনির্ভর ভারত তখনই সম্ভব, যখন প্রতিটি নারী নিজের হাতে নিজের অর্থনৈতিক ভিত গড়ে তুলবে। স্বদেশী আন্দোলন শুধু পণ্যের নয়, এটি আমাদের আত্মসম্মান ও পরিচয়ের প্রতীক।”সভায় বক্তারা জোর দেন স্থানীয় উৎপাদন, হস্তশিল্প, ক্ষুদ্র ব্যবসা ও যুব উদ্যোক্তা সৃষ্টির ওপর। তারা বলেন, সরকার ও সমাজ একসঙ্গে কাজ করলে গ্রামীণ অর্থনীতিতে এক নতুন বিপ্লব ঘটতে পারে।চিত্রাঙ্গদা কলাকেন্দ্রের সভাঘর এদিন পরিণত হয়েছিল এক অনুপ্রেরণার মঞ্চে— যেখানে নারী ও যুবশক্তির আত্মবিশ্বাসের ঝলক স্পষ্ট। শেষ পর্বে স্থানীয় শিল্পীরা পরিবেশন করেন দেশাত্মবোধক সংগীত, যা গোটা পরিবেশকে দেশপ্রেমের আবেগে ভরিয়ে তোলে।এই সম্মেলনের সারবত্তা একটাই— “নিজস্বতার শক্তিতেই গড়ে উঠুক আত্মনির্ভর ভারত”।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

thirteen − one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য