বিদ্যালয় স্তর থেকেই ছাত্র-ছাত্রীদের বিজ্ঞানের সাথে যুক্ত করার লক্ষ্যে বুধবার অষ্টম স্টুডেন্টস প্রজেক্ট প্রোগ্রাম আয়োজন করল রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি পর্ষদ ।রাজধানীর প্রজ্ঞা ভবনে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী অনিমেষ দেববর্মা ।উপস্থিত ছিলেন দপ্তরের সচিব চৈতন্য মূর্তি ,অধিকর্তা মহেন্দ্র সিং সহ অন্যান্যরা।
বিদ্যালয় স্তরে ছাত্র-ছাত্রীদের বিজ্ঞানের সাথে যুক্ত করার লক্ষ্যে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর অন্যতম স্টুডেন্টস প্রজেক্ট প্রোগ্রাম। এবছর এই অনুষ্ঠান অষ্টম বর্ষে পদার্পণ করেছে ।এই বছর এর মূল প্রতিপাদ্য বিষয় হলো স্থায়ী উন্নয়নের জন্য প্রযুক্তি। এই থিমের উপর ভিত্তি করে বুধবার রাজধানীর প্রজ্ঞা ভবনে অষ্টম স্টুডেন্টস প্রজেক্ট প্রোগ্রাম অনুষ্ঠিত হয় ।রাজ্য সরকারের ত্রিপুরা রাজ্য বিজ্ঞান ও প্রযুক্তি পর্ষদের উদযোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা। এছাড়া উপস্থিত ছিলেন বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের সচিব চৈতন্য মূর্তি, দপ্তরের অধিকর্তা মহেন্দ্র সিং সহ অন্যান্যরা ।অনুষ্ঠানের উদ্বোধন করেন মন্ত্রী অনিমেষ দেববর্মা ।এই ধরনের অনুষ্ঠান প্রসঙ্গে মন্ত্রী বলেন ,বিজ্ঞানকে ছাত্রছাত্রীদের মধ্যে নিয়ে যাওয়ার উদ্যোগ গ্রহণ করেছে দপ্তর। এর উদ্দেশ্য হলো ছাত্র অবস্থা থেকেই ছাত্রছাত্রীদের বিজ্ঞানের সাথে যুক্ত করা ।তারা যেন ছোটখাটো প্রযুক্তি নিজেরাই নির্মাণ করতে পারে এর জন্য দপ্তর আর্থিক সাহায্য প্রদান করবে ।তিনি আরো জানান, গত এক বছর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে যে কাজকর্ম করেছে তার মডেল এখানে তুলে ধরেছে ।যারা ভালো কাজ করেছে তাদের পুরস্কৃত করা হবে।
এদিন বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা আরো জানান, জাতীয় স্তরের বিজ্ঞান প্রদর্শনীতে অংশগ্রহণে প্রস্তুতির জন্যই এই ধরনের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছাত্র-ছাত্রীদের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনাও ছিল লক্ষ্য করার মতো।



