Friday, October 31, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদঠিকাদারের বাড়িতে হামলা: মণ্ডল গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ**

ঠিকাদারের বাড়িতে হামলা: মণ্ডল গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ**


নিগোসিয়েশন নিয়ে উত্তেজনা ছড়াল বিশ্রামগঞ্জের চ্যাটার্জি কলোনিতে। বুধবার রাতে এক ঠিকাদারের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে মণ্ডল গোষ্ঠীর বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা যায়, চেছরিমাই গ্রাম পঞ্চায়েতের পরিমল চৌমুহনি ব্রিজ থেকে সিলেটিয়ামুড়া পর্যন্ত প্রায় ২১ লক্ষ টাকার রাস্তার কাজ পান ঠিকাদার আনোয়ার হোসেন। এই কাজকে কেন্দ্র করেই মণ্ডল সভাপতি তাপস দাসের অনুগামী আনোয়ার ও তার সহযোগীদের সঙ্গে বিরোধ তৈরি হয়।

বুধবার রাতে অভিযুক্ত আনোয়ার, বিপ্লব, সুকান্ত ও অমন ওরফে আবু-সহ একদল দুষ্কৃতী টিআর ০৭ বি ০৫২৭ নম্বরের গাড়িতে চেপে ঠিকাদার আনোয়ারের বাড়িতে চড়াও হয় বলে অভিযোগ। ঠিকাদারকে না পেয়ে তার স্ত্রীকে গালিগালাজ করা হয় এবং বাড়ির লোকজনকে মারধর করা হয় বলে দাবি পরিবারের।

ঘটনায় আহত হন ঠিকাদারের ভাগিনা ফারুক ইসলাম। তাকে প্রথমে বিশ্রামগঞ্জ হাসপাতালে ভর্তি করা হলেও পরে জিবিপি হাসপাতালে স্থানান্তর করা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

one × 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য