Friday, October 31, 2025
বাড়িখবররাজ্যভেটেরিনারি কলেজ কে দেশের অন্যতম সেরা হতে হবে - মুখ্যমন্ত্রী

ভেটেরিনারি কলেজ কে দেশের অন্যতম সেরা হতে হবে – মুখ্যমন্ত্রী

রাজ্যে ভেটেরিনারি কলেজ কে দেশের মধ্যে অন্যতম সেরা কলেজ হিসেবে গড়ে তুলতে হবে ।বৃহস্পতিবার কলেজ অফ ভেটেরিনারি সায়েন্সেস অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ড্রি’র ১৭ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে বললেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস ,স্থানীয় বিধায়ক রতন চক্রবর্তী সহ অন্যান্যরা।

দেখতে দেখতে আর কে নগর স্হিত কলেজ অফ ভেটেরিনারি সায়েন্সেস অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ড্রি ১৭ তম বর্ষ পূর্ণ করলো ।বৃহস্পতিবার কলেজের ১৭ তম বর্ষ উদযাপন উপলক্ষে কলেজ প্রাঙ্গণে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই উপলক্ষে কলেজের উলম্ব সম্প্রসারণ এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ।এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন ,ত্রিপুরা এখন কেবলমাত্র উত্তর পূর্বাঞ্চলেই নয় ,দেশের অন্যান্য রাজ্যগুলির সাথে সমানতালে এগিয়ে চলছে ।পার কেপিটা ইনকামে উত্তর পূর্বাঞ্চলে দ্বিতীয় আমাদের ত্রিপুরা ।এটা আমাদের গর্বের বিষয়। এখানেই থেমে থাকলে চলবে না ।মুখ্যমন্ত্রী জানান, দুগ্ধ উৎপাদনেও উত্তর পূর্বাঞ্চলের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে ত্রিপুরা ।কলেজের শিক্ষার্থী এবং ফ্যাকাল্টিদের প্রতি আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন ,আপনাদের আরো সামনের দিকে নতুন চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে যেতে হবে ।রাজ্য এবং দেশের গ্রামীণ অর্থনীতির উন্নয়নের জন্য আপনারাই ভবিষ্যৎ। প্রযুক্তির কল্যাণে গোটা বিশ্বই এখন আপনাদের হাতের মুঠোয় ।তিনি বলেন ,দেশের অন্যান্য ভ্যাটেরিনারি কলেজ থেকে রাজ্যের ভেটেরিনারি কলেজ এর পার্থক্য কত বেশি তা দেখতে চাই ।এই কলেজ যেন সারাদেশের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ কলেজ হিসেবে গড়ে ওঠে সেই লক্ষ্যে এগিয়ে চলতে কলেজের ফ্যাকাল্টি এবং শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান মুখ্যমন্ত্রী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস ।তিনি তার বক্তব্যে রাজ্যের প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের উন্নয়নমূলক কাজকর্ম গুলির কথা তুলে ধরেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

17 + 20 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য