বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২৮শে অক্টোবর….তেলিয়ামুড়া জেলা কংগ্রেসের উদ্যোগে সোমবার দুপুরে খোয়াই এর কংগ্রেস ভবনে জাতীয় কংগ্রেস ত্রিপুরা রাজ্য সভাপতি আশিষ সাহার নেতৃত্বে পিছিয়ে পড়া আদিবাসীদের উন্নতির স্বার্থে এবং সংগঠনকে মজবুত করতে এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। এই সাংগঠনিক সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় কংগ্রেস দলের রাজ্য সভাপতি আশিষ সাহা।এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া জেলা কংগ্রেসের সভাপতি তথা প্রাক্তন শিক্ষক প্রদ্যুৎ ভট্টাচার্য, ত্রিপুরা প্রদেশ কংগ্রেসে সাধারণ সম্পাদক তথা এস টি কংগ্রেসের চেয়ারম্যান শব্দ কুমার জমাতিয়া, ত্রিপুরা প্রদেশে কংগ্রেসের সম্পাদক কার্তিক দেবনাথ, প্রদেশ কংগ্রেসের সদস্য তথা প্রাক্তন শিক্ষক পরিতোষ দাস, আইনজীবী তথা বরিষ্ঠ কংগ্রেস নেতা ননী গোপাল দেবনাথ, উপজাতি নেতা শিব চরন দেববর্মা, মহিলা জেলা কংগ্রেসের সভানেত্রী শ্রীমতি সবিতা জামাতিয়া সহ অন্যান্যরা। এই সাংগঠনিক সভা শুরু হওয়ার প্রাক মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সভাপতি আশীষ কুমার সাহা বলেন সারা রাজ্যে একদিকে যেমন রাজনৈতিক অস্থিরতা অন্যদিকে অর্থনৈতিক দুর্নীতি গোটা রাজ্যকে গ্রাস করে ফেলছে। অন্যদিকে সাধারণ অংশের জনগণের অর্থনীতি বুনিয়াদ দিন দিন নিচের দিকে নেমে যাচ্ছে। মন্ত্রী আমলারা অর্থনীতি দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন। এর বিরুদ্ধে ভারতের জাতীয় কংগ্রেসের আন্দোলন জারি রয়েছেন। এই কথাগুলি সাংগঠনিক সভা শুরু করার আগে সাংবাদিকদের ক্যামেরার সামনে এই কথা গুলি জানিয়েছেন। পাশাপাশি এই সাংগঠনিক সভাকে কেন্দ্র করে ২৬ পরিবারের ১৩৪ জন ভোটার বিজেপি এবং মথা দল ছেড়ে কংগ্রেস দলে যোগদান করেন। নবাগত যোগদানকারীদের কংগ্রেসের উত্তরীয় পরিয়ে তাদেরকে বরণ করে নেন অনুষ্ঠানে উপস্থিত নেতৃত্বরা। নবাগতদের উদ্দেশ্যে আলোচনা করতে গিয়ে জাতীয় কংগ্রেসের রাজ্য সভাপতি আশীষ কুমার সাহা জানান আগামী দিনও এই যোগদান কর্মসূচি জারি থাকবে। কারণ সাধারণ অংশের জনগণ এই বিজেপি আই পি এফ টি ও তিপরা মথার সরকারের আমলে অনেকটাই বঞ্চিত। তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে এই দল বদ্ধ পরিকর। তাই সারারাজ্যে এই ধরনের কর্মসূচি পালন করে চলেছে এই দল বলে জানান আশিষ সাহা।



