বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২৮শে অক্টোবর…..গত দের বছর ধরে ভারতবর্ষের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা ব্যাপক হারে বেড়ে চলেছে। এছাড়া বাংলাদেশের সংখ্যালঘু নাগরিক অর্থাৎ হিন্দুদের উপর আক্রমণের পরিধি দিন দিন বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশে। একদিকে বাংলাদেশের হিন্দু সনাতনী দের উপর আক্রমণের পরিধি বৃদ্ধি হওয়ার পরিপ্রেক্ষিতে সীমান্তের কাঁটাতার পেরিয়ে প্রতিদিন বাংলাদেশী নাগরিকরা ভারতবর্ষে প্রবেশ করবার চেষ্টা করছে। যার পরিপ্রেক্ষিতে প্রতিদিন ভারতবর্ষ তথা বিশেষ করে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন সীমান্ত এলাকা গুলিতে বাংলাদেশি নাগরিকদের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে। বিগত এক মাস ধরে খোয়াই শহরের বিভিন্ন প্রান্তে প্রায় প্রতিদিন বাংলাদেশি নাগরিক ধরা পড়ছেন পুলিশের কাছে। এই বিষয়টি নিয়ে সচেতন নাগরিক মহলেও প্রশ্ন উঠতে শুরু করেছে। অবৈধ বাংলাদেশি নাগরিকরা কিভাবে সীমান্তের কাঁটাতার পেরিয়ে সীমান্ত রক্ষীর চোখের ধুলো দিয়ে ভারতের মাটিতে প্রবেশ করেন। তেমনই ভাবে রচনা ত্রিপুরা নামে ১৮ বছরের একটি মেয়েকে সোমবার পুলিশ আটক করেছেন খোয়াই এর মহাদেবটি এলাকা থেকে। খোয়াই এর সুভাষ পার্ক পুলিশ ফাঁড়ির ওসি রঞ্জিত সরকার জানান আজ সোমবার দুপুর ১১ টা নাগাদ সাদা পোশাক পরিহিত পুলিশ খোয়াইয়ের মহাদেবটিলা এলাকা থেকে রচনা ত্রিপুরা নামে এক বাংলাদেশী নাগরিককে আটক করেন। পরবর্তীতে খোয়াই সুভাষ পার্ক পুলিশ ফাঁড়িতে নিয়ে আসেন। পুলিশ যথারীতি আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করছেন বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। গোটা বিষয়টি সুভাস পাক পুলিশ ফাঁড়ি ওসি রঞ্জিত সরকার জানান বাংলাদেশের খাগড়া ছড়ি এলাকার নাগরিক ওই মেয়েটি। গত চার পাঁচ দিন আগে সীমান্তের কাঁটাতারের বেড়া পেরিয়ে অমরপুরের শিলাছড়ি সিমান্ত দিয়ে ভারতবর্ষের প্রবেশ করেছেন ওই মেয়েটি। সীমান্ত রক্ষী বাহিনীর চোখে ধুলো দিয়ে এই মেয়েটি ভারতে প্রবেশ করেছেন। শুধু এই মেয়েটি না প্রতি মাসে প্রতি সপ্তাহে এইরকম বাংলাদেশী নাগরিকরা ভারতের মাটিতে প্রবেশ করছেন। সচেতন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে কিভাবে সীমান্ত রক্ষীদের চোখে ধুলু দিয়ে ভারতে প্রবেশ করছেন বাংলাদেশী নাগরিকরা। তার জন্য যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন। এখন দেখার বিষয় গোটা বিষয়টি রোধ করতে পুলিশ সীমান্ত রক্ষী বাহিনী আগামী দিন কিধরনের ব্যবস্থা গ্রহণ করে।



