বিশালগড় প্রতিনিধি:-
দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে চড়িলাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সংলগ্ন পেট্রোল পাম্পের সামনে ৮ নং জাতীয় সড়ক রক্তে লাল হয়ে যায়। বিকট শব্দে ঘর ছেড়ে এলাকার মানুষ রাস্তায় ছুটে এসে দেখতে পায় দুটো বাইক দুমড়ে মুছড়ে পড়ে রয়েছে রাস্তায়।দুই বাইকের দুই পাশে একজন উপজাতি যুবতী সহ ৩ যুবকের নিথর দেহ পড়ে রয়েছে রাস্তায়। এলাকাবাসী খবর দেয়া বিশ্রামগঞ্জ এবং বিশালগড় দমকল বাহিনীকে।খবর পেয়ে বিশালগড় দমকল বাহিনী ঘটনাস্থলে ছুটে আসে রক্তাক্ত অবস্থায় এক উপজাতি যুবতী সহ তিন যুবককে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়। ও
উপরে এক যুবককে এলাকাবাসী একটি বলেরও গাড়িতে করে বিশালগড় মহকুমা হাসপাতালে পাঠায়। মুহূর্তের মধ্যে জাতীয় সড়কে ভিড় জমে যায়।একটি বাইকের নম্বর ছিল TR07H5356 অপর আরেক টি বাইকের নাম্বার ছিল TR01C9992।ঘটনাস্থলে ছুটে আসে বিশালগড় থানার সাব-ইন্সপেক্টর রামমোহন দেববর্মা সহ বিশাল পরিমাণ পুলিশ বাহিনী। মৃত যুবকদের মধ্যে মধ্যে দুইজনের নাম জানা গিয়েছে একজনের নাম টুটন দাস অপরজনের নাম ইন্দ্রজিৎ দাস। তবে পুলিশ দমকল বাহিনী থেকে জানা গিয়েছে চারজনের মধ্যে তিনজনের নাকি মৃত্যু হয়েছে।গেল কিছুদিন আগে একই স্থানে সাত সকালে বাস গাড়ির চাকার নিচে পড়ে মৃত্যু হয়েছিল এক যুবকের। সেই ঘটনার রেট কাটতে না কাটতে ফের শনিবার রাতে একই স্থানে দুই বাইকের সংঘর্ষে মৃত্যু হয় এক যুবতী সহ দুই যুবকের।



