বিশালগড় প্রতিনিধি,২৫ অক্টোবর। আত্মনির্ভর ভারত সংকল্প যাত্রার অঙ্গ হিসাবে শনিবার বেলা ১১ ঘটিকায় বিশালগড় মহকুমা অন্তগর্ত অফিসটিলা নতুন টাউন হল ঘরে বিজেপি বিশালগড় মন্ডল আয়োজিত মহিলা মোর্চার ঐতিহাসিক সন্মেলন অনুষ্ঠিত হয়।আজকের মাতৃশক্তি সম্মেলনে উপস্হিত ছিলেন বিশালগড় বিধানসভার বিজেপি বিধায়ক সুশান্ত দেব,বিশালগড় বিজেপি মন্ডল সভাপতি তপন দাস, প্রদেশ বিজেপি মহিলা মোর্চোর সভানেত্রী মিমি মঞ্জুমদারসহ মহিলা মোর্চার নেতৃত্ববৃন্দ।আজকের ঐতিহাসিক মহিলা মোর্চার সন্মেলন বিশাগড় বিধায়ক সুশান্ত দেব বলেন,নারীরা মাতৃশক্তি, বর্তমান কেন্দ্রীয় ও রাজ্যের বিজেপি সরকার নারীদের উন্নয়নে বদ্ধপরিকর। নারীদের সার্বিক বিকাশে শিক্ষা, সাংস্কৃতিক, নারীদের অধিকারে নিরলস কাজ করছে।বিধায়ক আর বলেন বিগত দীর্ঘ রাজ্যে বাম শাসনে নারীদের কোন অধিকার ছিল না, বিজেপি সরকার ক্ষমতায়ানের ফলে রাজ্যে নারী অধিকার সুনিশ্চিত করা হয়ে বলে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন।



