এবছরের শারদ উৎসবে রাজধানী আগরতলায় এ এম সির বিচারে প্রতিমায় সেরার সেরা পুরস্কার পাচ্ছে দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব। প্যান্ডেলে সেরার সেরা কুঞ্জবন স্পোটিং ক্লাব ,আলোক সজ্জায় ফ্লাওয়ার্স ক্লাব এবং থিমে সেরার সেরা পুরস্কার পাচ্ছে কসমোপলিটন ক্লাব ।এবছর মহিলা দ্বারা পরিচালিত সেরা পুজোর পুরস্কার পাচ্ছে শিবনগর মহিলা পূজা কমিটি। আগামী ২৫ অক্টোবর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এই শারদ সম্মান অনুষ্ঠান করতে চলেছে আগরতলা পৌরনিগম কর্তৃপক্ষ ।এদিন সাংবাদিক সম্মেলনে মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার এই সংবাদ জানিয়েছেন।
আগামী ২৫ অক্টোবর সন্ধ্যায় এ বছরের শারদ উৎসবের সারদ সম্মান প্রদান করতে চলেছে আগরতলা পৌর নিগম কর্তৃপক্ষ। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে হবে এই অনুষ্ঠান ।এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খাদ্য মন্ত্রী সুশান্ত চৌধুরী ,সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য ।এদিন আগরতলা পৌরনিগমের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানিয়েছেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ।সাংবাদিক সম্মেলনে মেয়র জানান ,এ বছর আগরতলা পৌর নিগম এলাকায় মোট ২১ টি পুরস্কার প্রদান করা হবে ।এর মধ্যে 16 টি পুরস্কার প্রদান করা হবে পৌরনিগমের জোন ভিত্তিক ।মেয়র জানান, সেন্ট্রাল জোনে প্যান্ডেলে সেরা হয়েছে নেতাজি প্লে ফোরাম সেন্টার, আলোকসজ্জায় নব দিগন্ত ক্লাব ,প্রতিমায় সূর্য তরুণ ক্লাব এবং সেন্ট্রাল জোনে হিমে সেরা হয়েছে ব্লাড মাউথ ক্লাব ।নর্থ জোনে প্রতিমায় সেরা হয়েছে অ্যালবার্ট ক্লাব, আলোক সজ্জায় শান্তি কামী সংঘ ,থিমে মোহন ক্লাব। মেয়র জানান আগরতলা পৌরনিগমের ইস্ট জোনে প্রতিমায় সেরা হয়েছে ফুলিঙ্গ ক্লাব ,প্যান্ডেলে রামঠাকুর সংঘ ,লাইটিং-এ শিবনগর মর্ডান ক্লাব ও আমরা তরুণ দল থিমে শতদল সংঘ। সাউথ জোনে প্রতিমায় উদীয়মান সংঘ ,প্যান্ডেলে মিলন চক্র, থিমে ভারত মাতা ক্লাব এবং সাউথ জোনে আলোকসজ্জায় সেরা হয়েছে আপনজন ক্লাব। সাংবাদিক সম্মেলনে মেয়র জানান ,গোটা আগরতলা শহর নিয়ে প্রতিমা ,প্যান্ডেল লাইটিং এবং থিমে সেরার সেরা হয়েছে চারটি ক্লাব। শহরে প্রতিমায় সেরার সেরা পুরস্কার পাচ্ছে দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব ।প্যান্ডেলে সেরার সেরা পুরস্কার পাচ্ছে কুঞ্জবন স্পোর্টিং ক্লাব। আলোক সজ্জায় সেরার সেরা পুরস্কার পাচ্ছে ফ্লাওয়ার্স ক্লাব ।থিমে সেরার সেরা পুরস্কার পাচ্ছে কসমোপলিটন ক্লাব ।মেয়র জানান ,মহিলাদের দ্বারা পরিচালিত সেরার সেরা পুজো সম্মান পাচ্ছে শিবনগর মহিলা পূজা কমিটি।
মেয়র জানিয়েছেন ,জোন ভিত্তিক সেরা পুরস্কার প্রাপ্ত পুজোর ক্লাবগুলোকে সুদৃশ্য ট্রফি সহ ২৫ হাজার টাকার চেক প্রদান করা হবে ।আর গোটা শহরে সেরার সেরা সম্মানে পুরস্কৃত ক্লাবগুলিকে সুদৃশ্য ট্রফি সহ ৫০ হাজার টাকা চেক প্রদান করা হবে। আগামী ২৫ অক্টোবর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে শারদ সম্মান প্রদান অনুষ্ঠানে মূলজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা থাকছে বলে জানান মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।



