বিশালগড় প্রতিনিধি,২২ অক্টোবর। বুধবার বিকাল ৩ ঘটিকায়,সিপাহীজলা জেলার অন্তগর্ত মোট ৩ টি বিধানসভা টাকাজলা,গোলাঘাঁটি,চড়িলাম, লামপ্রা চৌমুহনী এলাকায় তিপ্রামথা দলের তরফে জনসমাবেশ সভা অনুষ্ঠিত হয়।আজকের জনসমাবেশ সভার উপস্থিতি ছিলেন,বিধায়ক বিশ্বজিৎ কলই,বিধায়ক মানব দের্বরমা,এম ডি সি গণেশ দের্বরমা,সুরাজ দের্বরমা,অর্জুন দের্বরমা সহ তিপ্রামথা দলের কর্মীও সমর্থকগন।



