Saturday, October 19, 2024
বাড়িখবররাজ্যকৈলাসহরে টার্ম -২ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা সফল করার প্রস্তুতি সভা

কৈলাসহরে টার্ম -২ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা সফল করার প্রস্তুতি সভা

কৈলাসহর মহকুমা প্রশাসনের উদ্যোগে গত ৬ এপ্রিল কৈলাসহর পুরপরিষদের কনফারেন্স হলে টার্ম -২ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা সুস্থ ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয় । সভায় সভাপতিত্ব করেন ঊনকোটি জিলা পরিষদের সহকারী সভাধিপতি শ্যামল দাস । সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক মবস্বর আলি , কৈলাসহর পুরপরিষদের চেয়ারপার্সন চপলা দেবরায় , চন্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান লাকি পাল ( দাস ) , গৌরনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান নারান সিনহা , মহকুমা শাসক প্রদীপ সরকার , বিদ্যালয় শিক্ষা দপ্তরের ওএসডি কার্তিক দেববর্মা , বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ । উল্লেখ্য , আগামী ১৮ এপ্রিল টার্ম -২ মাধ্যমিক পরীক্ষার জন্য কৈলাসহর মহকুমার আরকেআই , আরকেএসপি , ভগিনী নিবেদিতা বালিকা এইচএস স্কুল , ডলুগাঁও এইচএস স্কুল , টিলাবাজার এইচএস মাদ্রাসা ও শিশু নিকেতন হাইস্কুল সহ মোট ৬ টি স্কুলকে টার্ম -২ মাধ্যমিক পরীক্ষার সেন্টার করা হয়েছে । তাছাড়া আগামী ২ মে টার্ম -২ উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য মোট ৪ টি স্কুল আর কে আই , আর কে এস পি , ভগিনী নিবেদিতা বালিকা এইচ এস স্কুল এবং শিশু নিকেতন হাই স্কুলকে টার্ম -২ উচ্চমাধ্যমিক পরীক্ষার সেন্টার করা হয়েছে । মাধ্যমিক পরীক্ষায় মোট ৬ টি সেন্টারে ১ হাজার ৬৬৭ জন পরীক্ষার্থী এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় মোট ৪ টি সেন্টারে ১ হাজার ৩৩ জন পরীক্ষার্থী পরীক্ষা দেবে ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

19 − 11 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য