আলোর উৎসব দীপাবলীর পর শুরু হল আরো ঘর গৃহস্থের আসর , ভাইফোঁটা। কার্তিক মাসের শুক্লা পক্ষের প্রতিপদ এবং দ্বিতীয়াতে ঘরে ঘরে আয়োজিত হয় সৌভ্রাতৃত্বের প্রতীক ভাইফোঁটা পার্বণ ।এই পার্বনে ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে ভাইদের দীর্ঘায়ু এবং সার্বিক মঙ্গল কামনা করেন বোনেরা।
বুধবার কার্তিক মাসের শুক্লা পক্ষের প্রতিপদ ।এই দিনে একদিকে যেমন অনুষ্ঠিত হয় গোবর্ধন পূজা বা অন্যকূট, তেমনি এই দিন থেকেই শুরু হয় ঘরে ঘরে ভাই এবং বোনদের সৌভ্রাতৃত্বের প্রতীক ভাইফোঁটা উৎসব ।মূলত দুটি পর্যায়ে অনুষ্ঠিত হয় এই উৎসব ,প্রতিপদ এবং দ্বিতীয়া। ব্রাহ্মণেরা প্রতিপদে ভাইফোঁটা উৎসব উদযাপন করেন ।এছাড়া অন্যরা দ্বিতীয়তে এই উৎসব পালন করে থাকেন ।এবছর মঙ্গলবার রাত আটটার পর থেকে শুরু হয়ে গেছে প্রতিপদ ।বুধবার রাত আটটা ১৫ মিনিট পর্যন্ত চলবে এই প্রতিপদ তিথি ।প্রতিপদ উপলক্ষে মঙ্গলবার রাত থেকেই শুরু হয়েছে ঘরে ঘরে প্রতিপদের ভাইফোঁটা পার্বণ। এদিন এমনই এক প্রতি পদের ভাইফোঁটার দৃশ্য ধরা পরল আমাদের ক্যামেরায়।
এই অনুষ্ঠানে বোনেরা তাদের ভাইয়ের কপালে বিশেষ ফোঁটা একে দিয়ে ভাইদের দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করেন ।বড় ভাইয়েরা ছোট বোনদের আশীর্বাদ করেন। অপরদিকে ছোটরা বড়দের প্রণাম করে আশীর্বাদ চান।চলে উপহার সামগ্রীর আদান প্রদান। এদিন ভাইয়ের কপালে ফোটা দিয়ে এমনটাই জানাল এক ছোট্ট বোন।
উল্লেখ্য ,বুধবার রাত আটটা ১৬ মিনিট থেকে শুরু হবে দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয়ার ভাইফোঁটা উৎসব ।যারা ব্রাহ্মণ ছাড়া অন্যান্যদের জন্য এই অনুষ্ঠান ।এই অনুষ্ঠান চলবে বৃহস্পতিবার রাত ১০ঃ৪৬ মিনিট পর্যন্ত ।এই দিনটির জন্য সারা বছর অপেক্ষায় থাকেন সব ভাই এবং বোন ।শুধু আপন ভাই নন ,অন্যান্য ভাইদেরও এই দিনে ফোঁটা দেয় বোনেরা। আজকাল ভাই বোনের গণ্ডি ছাড়িয়ে বাড়ির আশেপাশের ভাই এবং এমনকি পাড়ার ভাইদেরও ফোঁটা দেয় বোনেরা ।ডটকমের এই যুগে সংস্কৃতিতে যখন একটা ভাটার টান অনুভূত হচ্ছে তখনো ঘরে ঘরে আজও পালিত হয় সৌভ্রাতৃত্বের প্রতীক ভাইফোঁটা উৎসব ।



