বোধজংনগর থানাধীন বণিক্য চৌমুণী এলাকায় এক বাড়িতে দুই যুবতী ভাড়া থাকছেন প্রায় ৮ মাস যাবত।তারা স্থানীয় একটি হোটেলে কাজ করেন বলে জানান বাড়ির মালিক। মঙ্গলবার সন্ধ্যায় দুই বান্ধবী এক সঙ্গে কাজ থেকে আসেন বাড়িতে। কিন্তু হঠাৎ কোনো এক অজানা কারণে তারা নিজেদের মধ্যে ঝগড়ায় জড়িয়ে পড়েন এবং শুকরানি দেববর্মা তার বান্ধবী রূপা দেব্বর্মাকে মাথায় আঘাত করে মাথা ফাটিয়ে দেন এবং তার চোখ উপড়ে নেওয়ার চেষ্টা করে। তার চিৎকার শুনে বাড়ির মালিক এসে দেখেন রূপা দেববর্মা রক্তাক্ত অবস্থায় বাইরে পরে রয়েছেন এবং তিনি পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে আসে বোধজংনগর থানার পুলিশ রক্তাক্ত অবস্থায় রূপা দেববর্মাকে উদ্ধার করে নিয়ে যান হাসপাতালে এবং আটক করা হয় শুকরানী দেববর্মাকে। বর্তমানে রক্তাক্ত অবস্থায় জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন রূপা দেববর্মা। স্থানীয় সূত্র মারফত জানা যায় দুই বান্ধবীর একই বন্ধুকে পছন্দ এবং এই কারণেই নিজেদের মধ্যে এই সংঘর্ষ। জানা যায় নেশাগ্রস্ত অবস্থায় তারা নিজেদের মধ্যে ঝগড়ায় বা সংঘর্ষে জড়ায় ।



