Sunday, October 19, 2025
বাড়িখবররাজ্য২৫ অক্টোবর থেকে মনুতে কাউন্সিল অফ তিপ্রাসা হদা'র রাজ্য সম্মেলন

২৫ অক্টোবর থেকে মনুতে কাউন্সিল অফ তিপ্রাসা হদা’র রাজ্য সম্মেলন

আগামী ২৫ এবং ২৬ অক্টোবর সমাজপতিদের  নিয়ে দুদিন ব্যাপী রাজ্য সম্মেলন করবে কাউন্সিল অব তিপাসা হদা নামের অরাজনৈতিক সংগঠন। রবিবার সংশ্লিষ্ট বিষয় নিয়ে আগরতলা প্রেসক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে কাউন্সিল অব তিপাসা হদা সংগঠনের কনভেনার বীরেন্দ্র ত্রিপুরা এই সংবাদ জানিয়েছেন।

রাজ্যের জনজাতিদের সমাজপতিদের নিয়ে একটি অরাজনৈতিক সংগঠন হলো কাউন্সিল অফ তিপ্রাসা হদা। নির্দিষ্ট সময় বাদে এই সংগঠনের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় ।আগামী ২৫ এবং ২৬ অক্টোবর দুইদিন ব্যাপী সংগঠনের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে। মনুতে হবে এই রাজ্য সম্মেলন ।এই রাজ্য সম্মেলনকে সামনে রেখে রবিবার আগরতলা প্রেস ক্লাবে সংগঠনের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন কাউন্সিল অফ তিপ্রাসা হদা’র সভাপতি যোগেশ্বর দেববর্মা, সহ-সভাপতি খবা রিয়াং, যুগ্ম সম্পাদক মনোজ দেববর্মা ,কাউন্সিল অফ তিপ্রাসা হদা সংগঠনের অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান পদ্ম লীলা জমাতিয়া ,কনভেনার বীরেন্দ্র ত্রিপুরা সহ অন্যান্যরা ।এই আলোচনা সভায় আসন্ন দুই দিনের রাজ্য সম্মেলনের নির্ঘণ্ট স্থির করা হয় ।এদিন আলোচনা শেষে কাউন্সিল অফ তিপ্রাসা হদার কনভেনার বীরেন্দ্র ত্রিপুরা জানান ,রাজ্যের জনজাতি সমাজের একতাকে ধরে রাখা ,সমাজের বিভিন্ন সমস্যাগুলি সমাধান করা, বেআইনি অনুপ্রবেশের সমস্যা সমাধানে ভারত সরকারের আইন রাজ্যেও চালু করা ,জনজাতিদের যে সকল ভূমি বেআইনিভাবে হস্তান্তরিত হয়েছে ,সেগুলিকে পুনরুদ্ধার করা প্রভৃতি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ।তিনি আরো জানান ,জনজাতিদের ১৯টি  গোষ্ঠীর মধ্যে জমাতিয়া বাদে অন্যান্য গোষ্ঠী গুলির কাস্টমারী ল এখনো হয়নি। কেন তা হয়নি সেই বিষয় নিয়ে সম্মেলনে আলোচনাক্রমে রাজ্য সরকারের নিকট আবেদন রাখা হবে ।কাউন্সিল অফ টিপ্রাসা হদা কনভেনার আরো জানান ,এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন ।রাজনীতির সাথে এই সংগঠনের কোন যোগসূত্র নেই।

এই আলোচনা সভায় কাউন্সিল অফ তিপ্রাসা হদা সংগঠনের অন্যান্য পদাধিকারীকরাও বক্তব্য রাখেন ।সম্মেলনকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য একটি প্রস্তুতি কমিটির এই আলোচনা সভা থেকে গঠন করা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

twenty − two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য