দলবিরোধী বক্তব্য রাখার জন্য বিধায়ক তফাজ্জল হোসেনের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিতে চলেছে দল। রবিবার এক সাক্ষাৎকারে এমনটাই ইঙ্গিত দিলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য।
প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব কে নিয়ে বেফাঁস মন্তব্য করার জন্য নিজ দলেই সমালোচনার আবর্তে বিজেপি বিধায়ক তফাজ্জল হোসেন ।শনিবার তিনি বস্ক নগরে এক ক্রীড়া অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেবের বিরুদ্ধে তীব্র তোপ দাগেন। মাঠ ভর্তি ক্রীড়াপ্রেমীদের সামনে তিনি জানান ,সংশ্লিষ্ট মাঠের গ্যালারি করার জন্য প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের কাছে সাহায্য চেয়েছিলেন ।কিন্তু তিনি দেননি। বিধায়ক আরো জানান ,পরবর্তী সময়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব এর কাছেও মাঠের গ্যালারি নির্মাণ নিয়ে সাহায্য চেয়েছিলেন ।কিন্তু তিনিও দেননি ।বিধায়ক আরো জানান ,এই দুই জনকে ভোটে জয়ী করতে বক্সনগর বাসী ভোট দিয়েছিলেন। কিন্তু যাকে বস্ক্রনগরবাসী ভোট দেননি, একমাত্র আমি ভোট দিয়েছিলাম ,রাজ্যসভার সেই সাংসদ রাজীব ভট্টাচার্যকে এই মাঠের গ্যালারি নির্মাণ নিয়ে সাহায্যের আর্জি জানাতেই তিনি 50 লক্ষ টাকা মঞ্জুর করার সিদ্ধান্ত নিয়েছেন। শনিবারের ক্রীড়া অনুষ্ঠানে বক্সনগর এর বিধায়ক তফাজ্জল হোসেন ঠিক কি বলেছিলেন তা আমরা শুনে নেব।
বিধায়ক তফাজ্জল হোসেনের এই মন্তব্য কে কেন্দ্র করে শাসক দল বিজেপির মধ্যেই তরজা শুরু হয়েছে। এই প্রসঙ্গে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে রবিবার প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য জানান ,বিধায়ক তফাজ্জল হোসেনের এই ধরনের মন্তব্য অত্যন্ত নিন্দনীয় ।প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব এবং প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক দুজনেই আমাদের দলের বাইরে নন ।প্রদেশ বিজেপি সভাপতি আরো জানান ,বিষয়টি নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সাথে তার কথা হয়েছে। পরবর্তী সময়ে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিজেপির রাজ্য প্রভারী সহ অন্যান্য নেতৃবৃন্দের সাথে কথা বলবেন ।সংশ্লিষ্ট নেতৃবৃন্দের সাথে আলোচনাক্রমে এই মন্তব্যের জন্য দল কঠোর সিদ্ধান্ত নিতে চলেছে বলে জানান প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য।
প্রসঙ্গত উল্লেখ্য যে বিজেপি বিধায়ক তফাজ্জল হোসেনের শনিবারের এই মন্তব্য কে নিয়ে দলের কর্মী সমর্থকদের মধ্যেও তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। প্রকাশ্য সভায় এই ধরনের মন্তব্য একজন বিধায়ক করতে পারেন না বলেই বিজেপির কর্মী সমর্থকদের অভিমত।