প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশিত পথেই জনজাতিদের এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা ।শুক্রবার রাজধানীর টাউনহলে রাজ্যভিত্তিক ই এম আরএস সাংস্কৃতিক ,সাহিত্য এবং কলা উৎসবের উদ্বোধন করে এই কথা জানান জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা।
শুক্রবার রাজধানীর টাউনহলে ষষ্ঠ রাজ্যভিত্তিক ই এম আর এস সাংস্কৃতিক সাহিত্য এবং কলা উৎসব অনুষ্ঠিত হয়। ত্রিপুরা জনজাতি কল্যাণ দপ্তরের অধীনে আবাসিক ছাত্র-ছাত্রীদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় ।ত্রিপুরা ট্রাইবেল ওয়েলফেয়ার রেসিডেন্সিয়াল এডুকেশনাল ইন্সটিটিউশন সোসাইটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের জন জাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা ।প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি ।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন ,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশিত পথেই জনজাতিদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে চলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ।জনজাতিদের কল্যাণে গুচ্ছ প্রকল্প হাতে নিয়েছেন মুখ্যমন্ত্রী ।এরই অঙ্গ হিসেবে রাজ্যে 21 টি একলব্য মডেল স্কুল হচ্ছে। এর মধ্যে বারোটি একলব্য মডেল স্কুলে ইতিমধ্যেই পঠন-পাঠন শুরু হয়ে গেছে। কিছুদিনের মধ্যে আরও ছয়টি একলব্য মডেল স্কুলে পঠন-পাঠন শুরু হবে ।মন্ত্রী আরো জানান ,শিক্ষা ব্যতীত কোন জাতি এগিয়ে যেতে পারে না ।তাই রাজ্য সরকার জনজাতিদের শিক্ষায় সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করে চলছে। এই অনুষ্ঠানে বিভিন্ন আবাসিক স্কুলের ছাত্রছাত্রীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।