বোধজংনগর থানাধীন আর কে নগর এলাকার মিনতি সরকার হত্যাকাণ্ডে দোষীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাল সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির জিরানিয়া মহকুমা কমিটি ।বুধবার এই দাবির ভিত্তিতে নারী সমিতির এক প্রতিনিধি দল পশ্চিম জেলার পুলিশ সুপারের নিকট ডেপুটেশন প্রদান করে।
চারদিন নিখোঁজ থাকার পর মঙ্গলবার বিকেলে জিরানীয়া মহকুমার বোধজং নগর থানাধীন আর কে নগরের একটি জঙ্গল থেকে মিনতি সরকার নামে এক গৃহবধুর ঝুলন্ত পঁচা গলা মৃতদেহ উদ্ধার করে পুলিশ ।এই মৃতদেহ উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্ট এলাকার জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। স্থানীয়দের মতে ,এই হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় মহিলা লক্ষ্মী বিশ্বাস জড়িত। লক্ষ্মী বিশ্বাসের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠতে শুরু করেছে গ্রামবাসীদের পক্ষ থেকে ।এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত অভিযুক্তদের পুলিশী তদন্তক্রমে গ্রেপ্তার এবং কঠোর শাস্তি দাবিতে বুধবার রাজ্য পুলিশের প্রধান কার্যালয়ে পশ্চিম জেলার পুলিশ সুপারের নিকট ডেপুটেশন প্রদান করে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির জিরানিয়া মহকুমা কমিটি ।এই প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদানের নেতৃত্বে ছিলেন সংগঠনের পশ্চিম জেলার সম্পাদিকা মিনতি বিশ্বাস ।এদিন তিনি এই ঘটনা তীব্র নিন্দা এবং ধিক্কার জানান ।ঘটনায় জড়িত অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান তিনি ।পাশাপাশি আইন অনুযায়ী অভিযুক্তের কঠোর এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির পশ্চিম ত্রিপুরা জেলার সম্পাদিকা মিনতি বিশ্বাস।
এদিকে মিনতি সরকারের মৃতদেহ উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্ট এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এলাকাবাসী মৃতদেহ উদ্ধারের পর লক্ষী বিশ্বাসের বাড়িতে হামলা চালায়। অগ্নিসংযোগেরও চেষ্টা করে বলে অভিযোগ । এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।