Wednesday, October 15, 2025
বাড়িখবররাজ্যরাজধানীতে রেড রান ম্যারাথন অনুষ্ঠিত , উদ্যোক্তাদের খামখেয়ালিপনায় বিভিন্ন মহলে ক্ষোভ

রাজধানীতে রেড রান ম্যারাথন অনুষ্ঠিত , উদ্যোক্তাদের খামখেয়ালিপনায় বিভিন্ন মহলে ক্ষোভ

রাজধানীতে তামাক মুক্ত যুব অভিযান ৩.০ এবং রেড রান ম্যারাথন অনুষ্ঠিত হলো মঙ্গলবার ।পশ্চিম জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে এই ড্রাগ এবং এইডসের বিরুদ্ধে সচেতনতামূলক ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয় ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল, জেলাশাসক ডক্টর বিশাল কুমার ,জেলা পুলিশ সুপার নমিত পাঠক সহ অন্যান্যরা। এই রেড রান ম্যারাথন নিয়ে কর্তৃপক্ষের দায়সারা মনোভাবের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন অংশগ্রহণকারী একাংশের যুবক যুবতীরা।

পুলিশ প্রশাসনের ঢিলেমির সুযোগ নিয়ে রাজ্যে বেড়েই চলছে নেশার রমরমা বাজার ।এই নেশার থাবায় আক্রান্ত রাজ্যের একাংশের যুবসমাজ। অনেকে আবার নেশার কারণে এইচআইভির মতো মারন ব্যাধিতে আক্রান্ত হচ্ছেন ।এই অবস্থায় নেশার হাত থেকে যুব সমাজকে দূরে থাকার আহ্বান জানিয়ে মঙ্গলবার রাজধানীতে তামাক মুক্ত যুব অভিযান 3.0 তথা রেড রান ম্যারাথন অনুষ্ঠিত হলো ।এদিন সকালে রাজধানীর উমাকান্ত একাডেমী প্রাঙ্গণ থেকে শুরু হয় এই রেড রান ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল ,জেলাশাসক ডক্টর বিশাল কুমার ,পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠক ,ট্রাফিক পুলিশ সুপার, পশ্চিম জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ অন্যান্যরা। এদিন এই রেড রান ম্যারাথনে যুবক-যুবতীদের সাথে অংশগ্রহণ করে পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠক বলেন ,যুব সম্প্রদায়কে নেশার হাত থেকে দূরে থাকার আহ্বান জানাতে এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে ।তিনি আরো বলেন ,এই ধরনের অনুষ্ঠান কেবলমাত্র যুব সমাজকে নেশার বিরুদ্ধে সচেতনতার বার্তাই দেবে না ,তাদের মধ্যে সুস্থ দেহ ও সুস্থ মনের পরিবেশ গঠন করতে সাহায্য করবে।

এই রেড রান ম্যারাথন প্রসঙ্গে পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার জানান পশ্চিম জেলার নয়টি কলেজ এবং আটটি স্কুলের ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে ।রেড রান ম্যারাথন কে কেন্দ্র করে উপস্থিত প্রতিযোগী ও প্রতিযোগীনীদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হচ্ছে বলে জানান তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two × 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য