Tuesday, October 14, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদনৃপেন্দ্র দেবনাথের ৪৭ তম শহীদ দিবস উপলক্ষে খোয়াই জাম্বুরা স্কুলে খোয়াই মন্ডলের...

নৃপেন্দ্র দেবনাথের ৪৭ তম শহীদ দিবস উপলক্ষে খোয়াই জাম্বুরা স্কুলে খোয়াই মন্ডলের উদ্যোগে পালিত হল সহীদ সমাবেশ অনুষ্ঠান।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১৩ই অক্টোবর..…… ত্রিপুরা রাজ্যে খুনের ইতিহাসের পুনরাবৃত্তি চাই না, বললেন খোয়াই জাম্বুরা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে শহীদ নৃপেন্দ্র দেবনাথের স্মরন সভায় উপস্থিত হয়ে রাজ্য বিধানসভার মুখ্য সচেতক শ্রীমতি কল্যাণী রায় ।রাজ্যের প্রথম রাজনৈতিক খুন কান্দে শহীদ নৃপেন্দ্র দেবনাথ এর স্মরণ সভাতে ।রাজ্যের প্রথম রাজনৈতিক খুন কাণ্ডে শহীদ নিপেন্দ্র দেবনাথ এর ৪৭ তম শহীদ দিবস উপলক্ষে পালিত হল শহীদ নৃপেন্দ্র দেবনাথের স্মরণ সমাবেশ খোয়াই মন্ডলের উদ্যোগে। খোয়াই মন্ডলের উদ্যোগে এই সমাবেশটি অনুষ্ঠিত হয় খোয়াই বিধানসভার অন্তর্গত জাম্বুরা স্থিত দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে সোমবার বিকেলে।এই শহীদ সমাবেশে উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী, রাজ্য বিধানসভার মুখ্য সচেতক শ্রীমতি কল্যানী রায়, জেলা সভাপতি বিনয় দেববর্মা, জেলার সাধারণ সম্পাদক সমীর কুমার দাস, মন্ডল সভাপতি অনুকূল দাস, খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথ শর্মা জিলা পরিষদের সভাধিপতি শ্রীমতি অপর্ণা সিংহ রায় সহ অন্যান্যরা। এবং শহীদ নৃপেন্দ্র দেবনাথের পরিবারের লোকেরা ।এই সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক পিনাকী দাস চৌধুরী বিগত দিনের সন্ত্রাসের কথা উল্লেখ করেন এবং বলে তৎকালীন খোয়াই এর সি পি আই এম দল তৎকালীন সময়ে নিপেন্দ্র দেবনাথ নির্দল প্রার্থী হিসেবে কাজ করছিলেন। উনার রাজনৈতিক উত্থান দেখে সি পি এম দল শেষে তাদের পথের কাঁটা ভেবে নির্দল প্রার্থী তথা জাম্বুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান নিপেন্দ্র দেবনাথকে ১৯৭৮ সালে ১৩ ই অক্টোবর বিকেল ৩ টা ৩০ মিনিট নাগাদ খোয়াই অরবিন্দ পার্ক এলাকায় সি পি আই এম এর ঘাতক বাহিনীর দ্বারা পিটিয়ে পেটের মধ্যে চাকু মেরে হত্যা করা হয়েছিল। তাছাড়া শহীদ নিপেন্দ্র দেবনাথ জাম্বুরার যে এলাকাতে বাড়ি সেই রাস্তা টির নামকরণ ও করা হয় শহীদ নিপেন্দ্র দেবনাথ স্মরণে। তাছাড়া এই স্মরণ সভা শুরু হওয়ার প্রাক মুহুর্তে জাম্বুরা এলাকার রঞ্জন রায় স্মৃতি ভবন এর সামনে নৃপেন্দ্র দেবনাথ এর স্মৃতিসৌধের ফলক উন্মোচন করা হয়। সোমবার বিকেলে এই স্মরণ সভায় আলোচনা করতে গিয়ে বিধায়ক পিনাকি দাস চৌধুরী এবং রাজ্য বিধানসভার মুখ্য সচেতক শ্রীমতি কল্যানী রায় ও বাম শাসিত আমলে যে সমস্ত সন্ত্রাসের ঘটনা গুলি ঘটেছিল সারা রাজ্যে সেই ঘটনাগুলির বৃত্তান্ত ওনাদের বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন। পাশাপাশি এই কথাগুলোও বলেন এই সমস্ত খুন কাণ্ডের পুনরাবৃত্তি চাননি রাজ্যের শাসকদল বিজেপি। সব থেকে লক্ষণীয় বিষয় হল এই সমাবেশে কর্মী সমর্থকের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। এবং অনুষ্ঠানের শেষ পর্যন্ত প্রত্যেকটা কর্মী সমর্থকরা অনুষ্ঠান প্রাঙ্গনে উপস্থিত থেকে উপস্থিত নেতৃত্বদের আলোচনা অনুধাবন করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eleven − nine =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য