Monday, October 13, 2025
বাড়িখবররাজ্যপঞ্চায়েত দপ্তরের পশ্চিম জেলা ভিত্তিক প্রথম ত্রৈমাসিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত

পঞ্চায়েত দপ্তরের পশ্চিম জেলা ভিত্তিক প্রথম ত্রৈমাসিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত

পঞ্চদশ অর্থ কমিশনের প্রদেয় অর্থে উন্নয়নের কাজ খতিয়ে দেখতে সোমবার পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক পঞ্চায়েত দপ্তরের ত্রৈমাসিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হলো ।বৈঠকে পৌরোহিত্য  করেন পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন ।প্রথম পর্যায়ের জেলাভিত্তিক পর্যালোচনা বৈঠকের শেষ বৈঠক ছিল এটি।

রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা দেশের মধ্যে প্রশংসিত। সঠিকভাবে গৃহীত প্রকল্প গুলি সঠিক সময়ের মধ্যে সম্পন্ন করার ফলেই সারা দেশে ত্রিপুরার ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা প্রশংসার দাবি রাখতে পেরেছে। পঞ্চায়েত দপ্তরের এই কর্মযজ্ঞকে অব্যাহত রাখতে সোমবার পশ্চিম জেলা ভিত্তিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হলো ।রাজ্য অতিথি  শালার কনফারেন্স হলে আয়োজিত এই বৈঠকে পৌরোহিত্য  করেন পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন। পর্যালোচনা বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দপ্তরের অধিকর্তা সচিবসহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিক ।এই বৈঠক প্রসঙ্গে পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন জানান ,পঞ্চদশ অর্থ কমিশনের প্রদেয় অর্থ নির্দিষ্ট সময়সীমার মধ্যে কতটা শেষ হতে পেরেছে ,কতটা অর্থ রাশি অব্যয়িত রয়েছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা এবং যে প্রকল্পের অর্থ এখনও খরচ করা যায়নি তা নির্দিষ্ট সময়ের মধ্যে যেন শেষ করা যায় তার পন্থা নির্ধারণ করা।তিনি আরো জানান ,তিনি দপ্তরের দায়িত্বভার গ্রহণের পর প্রতি তিন মাসে একবার করে প্রতিটি জেলায় এই ধরনের পর্যালোচনা বৈঠক করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। পশ্চিম জেলার পর্যালোচনা বৈঠকের মধ্য দিয়ে প্রথম পর্যায়ের জেলাভিত্তিক পর্যালোচনা সভা সমাপ্ত হবে বলে জানান পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন।

এদিন এই পর্যালোচনা বৈঠক প্রসঙ্গে পঞ্চায়েত মন্ত্রী আরও জানান, বিভিন্ন পঞ্চায়েতে লার্নিং সেন্টার এবং পঞ্চায়েতের কার্যালয়ে নির্মাণের অগ্রগতি নিয়েও এই বৈঠকে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে ।এই বৈঠকের পর দিন তারিখ নির্বাচন করে দ্বিতীয় পর্যায়ে জেলাভিত্তিক পর্যালোচনা বৈঠক করা হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

9 − 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য