Monday, October 13, 2025
বাড়িখবররাজ্যদেশজুড়ে ভিকসিত ভারত বিল্ডাথন 2025 অনুষ্ঠিত, উৎসাহিত রাজ্যের ছাত্রছাত্রীরা

দেশজুড়ে ভিকসিত ভারত বিল্ডাথন 2025 অনুষ্ঠিত, উৎসাহিত রাজ্যের ছাত্রছাত্রীরা

বিকশিত ভারত নির্মাণ অনুষ্ঠানে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্রপ্রধানের সামনে দুর্যোগের হাত থেকে রক্ষা পেতে বিশেষ এক ধরনের সুলভ মূল্যের লাইফ জ্যাকেট এর কার্যপ্রণালী তুলে ধরার উদ্যোগ নিয়েছিল রাজধানীর উমাকান্ত ইংলিশ মিডিয়ামের ছাত্ররা। সময়ের অভাবে বিষয়টি তুলে ধরতে পারা না গেলেও ছাত্রদের এই ধরনের সৃষ্টিশীল পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন  বিদ্যালয়ের অধ্যক্ষ রামকৃষ্ণ ভট্টাচার্য সহ গাইড টিচার সঙ্গীতা দত্ত।

সোমবার ভিকসিত ভারত বিল্ডাথন 2025 অনুষ্ঠিত হলো । ভারতের বৃহত্তম ছাত্র উদ্ভাবনী আন্দোলন হলো এটি যা শিক্ষা মন্ত্রণালয়, অটল উদ্ভাবন মিশন, নীতি আয়োগ এবং এ আই সি টি ই -এর যৌথ উদ্যোগে  অনুষ্ঠিত হলো ।এর মূল লক্ষ্য ছিল দেশের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর স্কুল শিক্ষার্থীদের সৃজনশীলতা এবং দলবদ্ধতার মাধ্যমে বাস্তব জীবনের চ্যালেঞ্জগুলি সমাধান করার জন্য ধারণা তৈরি , উদ্ভাবন এবং উদ্ভাবনের জন্য অনুপ্রাণিত করা ।এদিন এই অনুষ্ঠানের জন্য নির্বাচিত হয় রাজধানীর উমাকান্ত একাডেমী ইংলিশ মিডিয়ামের  ছাত্ররা ।তারা এই অনুষ্ঠানে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সামনে উপস্থাপনের জন্য প্লাস্টিকের বোতল ,প্লাস্টিকের বস্তা এবং প্লাস্টিকের দড়ির মাধ্যমে এমন এক লাইফ জ্যাকেট তৈরি করেছিল যেটি বাস্তবিক পক্ষেই কুর্নিশ জানানোর মতো ।কিন্তু সময়ের অভাবে উমাকান্ত একাডেমী ইংলিশ মিডিয়ামের ছাত্ররা সংশ্লিষ্ট বিষয়ে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী এবং  কেন্দ্রীয় শিক্ষা সচিবের সামনে তাদের সৃজনশীলতা তুলে ধরতে পারেনি ।তবে বিদ্যালয়ের ছাত্রদের এই সৃজনশীলতা দেখে খুশি বিদ্যালয়ের অধ্যক্ষ রামকৃষ্ণ ভট্টাচার্য ।এদিন এই অনুষ্ঠানের মহত্ব তুলে ধরেন তিনি বলেন, সারা দেশের বিভিন্ন বিদ্যালয়ের প্রায় এক কোটি ছাত্রছাত্রী সরাসরি সম্প্রচারের মাধ্যমে এই অনুষ্ঠানের সাথে যুক্ত হয়েছিল ।এরমধ্যে ছিল উমাকান্ত একাডেমী ইংলিশ মিডিয়ামের ছাত্ররাও ।তিনি আরো জানান ,এই লাইভ স্ট্রিমিং অনুষ্ঠানে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ছাত্রদের সামনে তার মূল্যবান বক্তব্য তুলে ধরেন ।কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের সচিবও তার বক্তব্যে এই অনুষ্ঠানের মূল লক্ষ্য তুলে ধরেছেন। তিনি বলেন ,আত্মনির্ভর ভারত গড়ে তুলতে গেলে যে সৃজনশীলতা প্রয়োজন এই বিষয়ের উপর ভিত্তি করে লাইফ জ্যাকেটের প্রজেক্ট ছিল উমাকান্ত একাডেমি ইংলিশ মিডিয়ামের। বিদ্যালয়ের এই প্রজেক্ট এর গাইড টিচার ছিলেন সঙ্গীতা দত্ত ।এদিন তিনি এই প্রজেক্টের বিষয়বস্তু তুলে ধরেন।

লাইভ জেকেট প্রজেক্ট সম্পর্কে বলতে গিয়ে উমাকান্ত একাডেমী ইংলিশ মিডিয়ামের ছাত্ররা জানান, ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল ,প্লাস্টিকের বস্তা আর প্লাস্টিকের দড়ি দিয়ে এই লাইভ জ্যাকেট বানানো হয়েছে ,যা প্রাকৃতিক দুর্যোগের সময় যেমন বন্যা ভূমি ধ্বস ইত্যাদি ক্ষেত্রে শিশু থেকে শুরু করে বৃদ্ধদের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারে।

প্রসঙ্গত উল্লেখ্য ,রাজ্যের আরও দুটি স্কুলের ছয় জন ছাত্রছাত্রী এই অনুষ্ঠানের জন্য সুযোগ পেয়েছিল ।এদের মধ্যে একটি হলো উদয়পুর ইংলিশ মিডিয়াম এবং অপরটি হল সাব্রুম গার্লস স্কুল।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two × five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য