দুর্যোগের ঝুঁকি হ্রাসে নিজেকে এবং সমাজকে সচেতন করার লক্ষ্যে শপথ নিলেন সচিবালয়ের কর্মীরা। সোমবার সচিবালয়ে আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি হ্রাস দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এক প্রাশাসনিক মহড়া অনুষ্ঠানে কর্মীরা এই শপথ নেন ।এই আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষে এক মাস ব্যাপী রাজ্যের জেলা ,মহকুমা, ব্লক, স্কুল ,কলেজ এবং এমনকি গ্রাম পঞ্চায়েত ও ভিলেজ কমিটি গুলিতে চলছে বিশেষ অনুষ্ঠান ।এদিন পশ্চিম জেলা দুর্যোগ মোকাবিলা দপ্তরের উদ্যোগে রাজধানীতে এই উপলক্ষে এক রেলি সংঘটিত করা হয়।
প্রাকৃতিক দুর্যোগ এর সাথে আমরা কম বেশি সবাই পরিচিত ।বর্তমানে পরিবেশ দূষণের কারণে এই দুর্যোগ মানব জীবনে আশঙ্কার সৃষ্টি করে চলছে।এর হাত থেকে বাঁচার উপায় গুলোর মধ্যে অন্যতম হলো পরিবেশ দূষণমুক্ত রাখা এবং দুর্যোগের ঝুঁকি সম্পর্কে সচেতন থাকা ।এই লক্ষ্যেই প্রতিবছর ১৩ অক্টোবর আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি হ্রাস দিবস পালিত হয় ।এদিন সারা বিশ্ব ও দেশের সাথে রাজ্যেও যথাযথভাবে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি হ্রাস দিবস। এই উপলক্ষে সোমবার সচিবালয়ে এক মহড়ার আয়োজন করা হয় ।এই মহরায় দমকল, এনডিআরএফ এবং অন্যান্য দুর্যোগ মোকাবিলার সাথে যুক্ত প্রশাসনিক সংগঠনগুলি উপস্থিত ছিল ।এই মহড়ায় দুর্যোগের সময় কিভাবে নিজেদের জীবন বাঁচানো যায় সে সম্পর্কে সচিবালয়ের কর্মীদের হাতে কলমে অবগত করানো হয় ।এদিন দুর্যোগ মোকাবিলা দপ্তরের আধিকারিক সনৎ দাস এই সংবাদ জানান ।তিনি জানান, এই উপলক্ষে এদিন মহাকরণের কর্মীদের মধ্যে শপথ বাক্য পাঠ করানো হয়। তিনি আরো জানান, গত একমাস ধরে, জেলা ,মহকুমা ব্লক ,স্কুল, কলেজ ,গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কমিটিগুলিতে বিভিন্ন কর্মসূচি চলছে । তিনি আরো জানান ,সোমবার আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি হ্রাস দিবস উদযাপন উপলক্ষে রাজধানীতে পশ্চিম জেলা দুর্যোগ মোকাবেলা দপ্তরের উদযোগে এক রেলির আয়োজন করা হয়।
উল্লেখ্য ,ত্রিপুরা ভূমিকম্পের পঞ্চম সিসমিক জোনে অবস্থিত ।গত দেড় মাসের মধ্যে রাজ্যে একাধিকবার ভূকম্পন অনুভূত হয়েছে। এই প্রেক্ষাপটে দুর্যোগের ঝুঁকি হ্রাস সম্পর্কে সকলকে অবগত হওয়া একান্ত প্রয়োজন ।আর এই লক্ষ্যেই প্রশাসনের উদ্যোগে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা সংক্রান্ত মহড়ার আয়োজন করা হল।